ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোটেল এ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ মার্চ ২০১৭

হোটেল এ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট

অনেক শিক্ষার্থীরই ইচ্ছা থাকে দেশের বাইরের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করার। বিশেষ করে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি প্রভৃতি দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার ইচ্ছা অনেকের মধ্যেই থাকে। কিন্তু এসব দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার খরচ আমাদের দেশের তুলনায় অনেক বেশি, কোন কোন ক্ষেত্রে তা দশগুণের চেয়েও বেশি। তাই ইচ্ছা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকেই স্বপ্নের এসব দেশের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন না। এই সীমাবদ্ধতা অতিক্রম করে বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপদানের লক্ষ্যে সরকার অনুমোদিত এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) কনফেডারেশন অব ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি (সিটিএইচ), ইউকের অধীনে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্ট প্রোগ্রাম পরিচালনা করে আসছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো এখানে। শিক্ষা পদ্ধতি : এ শিক্ষা ব্যবস্থায় সিটিএইচের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাস অনুষ্ঠিত হয় বিএসডিআইতে। সার্টিফিকেট : এ শিক্ষা ব্যবস্থায় যুক্তরাজ্যের সিটিএইচ কর্তৃক ডিপ্লোমা/এ্যাডভান্স ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করা হয়। ক্রেডিট ট্রান্সফার : যুক্তরাজ্যসহ বিশ্বের সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। মান নিয়ন্ত্রণ : বিএসডিআইতে রয়েছে অভিজ্ঞ শিক্ষকম-লী। পড়ালেখায় মান নিয়ন্ত্রণ করে ভাল ফলাফল নিশ্চিত করার জন্য রয়েছে সিটিএইচ ও বিএসডিআইএর একাডেমিক কাউন্সিলের তত্ত্বাবধান। চাকরি সহায়তা : এখান থেকে উত্তীর্ণদের বিএসডিআই বিভিন্ন হোটেলে ইন্টার্নশিপ নিশ্চিতের পাশাপাশি চাকরি পাওয়ার ক্ষেত্রেও সুবিধা প্রদান করে থাকে। ইন্টার্নশিপ সহায়তা : সফলভাবে ডিপ্লোমা সম্পন্নকারী শিক্ষার্থীকে দেশের স্বনামধন্য হোটেলে ২/৩ মাসের ইন্টার্নশিপের সহায়তা করা হয়। ভর্তি যোগ্যতা : যে কোনো গ্রুপে এইচএসসি/ও-লেভেল অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও ৩/৬ মাস মেয়াদি সেফ কোর্স, সার্ভিস কোর্স, বেকারি এ্যান্ড পেস্ট্রি কোর্সেও অংশগ্রহণ করতে পারবেন। ক্যাম্পাস : বিএসডিআইতে রয়েছে ৩টি ভিন্ন ক্যাম্পাস, আধুনিক লাইব্রেরি, প্রাকটিক্যাল ল্যাব এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই ক্যাম্পাস জোন ব্যবহারের সুবিধা। স্কলারশিপ : মেধাবী ও অসচ্ছলদের জন্য রয়েছে ১০% থেকে ১০০% পর্যন্ত ড্যাফোডিল ফাউন্ডেশন কর্তৃক স্কলারশিপের সুবিধা। মুক্তিযোদ্ধা পৌষ ও নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের সুবিধা। ভর্তি সেশন : বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (বিএসডিআই) বছরে ৪টি সেশনে (জানুয়ারি, র্মাচ, জুন, সেপ্টেম্বর) ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে মার্চ সেশনে ভর্তি চলছে। চাকরিজীবীরা সান্ধ্যকালীন ব্যাচে অংশগ্রহণ করতে পারেন। যোগাযোগ : বাড়ি-২, রোড-১২, মিরপুর রোড, ধানম-ি, ঢাকা। ফোন: ০১৭১৩৪৯৩২৪৩। মাঈন উদ্দিন
×