ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়েলিংটন টেস্টে ৮ উইকেটের বড় হার স্বাগতিক নিউজিল্যান্ডের

মহারাজ জাদুতে এগিয়ে গেল দ. আফ্রিকা

প্রকাশিত: ০৫:০৯, ১৯ মার্চ ২০১৭

মহারাজ জাদুতে এগিয়ে গেল দ. আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ কেশভ মহারাজের জাদুকরি বোলিংয়ে মাত্র তিনদিনেই ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী প্রোটিয়ারা। প্রথম ইনিংসে ২৬৮ রানে অলআউট কিউইদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭১-এ। দক্ষিণ আফ্রিকা ৩৫৯/১০ ও ৮৩/২। ২৪ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮১ রান তুলে নেয় অতিথি প্রোটিয়ারা। ৮ উইকেট শিকার করে ম্যাচসেরা বাঁহাতি অর্থোডক্স স্পিনার মহারাজ। ইতিহাসের মাত্র ষষ্ঠ ভিনদেশী স্পিনার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে টানা দুই টেস্টে পাঁচ বা ততোধিক শিকারের অনন্য নজির স্থাপন করেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এ প্রোটিয়া বোলার। এ জয়ে তিন টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। চারদিন সেয়ানে-সেয়ানে লড়াইয়ের পর বৃষ্টির কারণে প্রথম ম্যাচ ড্র হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ দ্বৈরথে এবার পুরোপুরি ব্যর্থ কেন উইলিয়ামসনের দল। হ্যামিল্টনে শনিবার শুরু তৃতীয় ও শেষ টেস্ট। ৯ উইকেটে ৩৪৯ রান নিয়ে নামা দক্ষিণ আফ্রিকার শেষ জুটি এদিন আর ১০ রান যোগ করতে পারে। ৯১ রানে পিছিয়ে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় নিউজিল্যান্ড। শুরুতে তোপ দাগেন মরনে মরকেল (৩/৫০)। চোট থেকে ফিরে ক্রমেই নিজেকে ফিরে পেতে থাকা পেসার টম লাথাম (৬) ও উইলিয়ামসনকে (১) ফেরিয়ে দেন। লাঞ্চের পর তুলে নেন নিল ব্রুমকেও (২০)। এরপরই শুরু মহারাজ-ভেল্কি। জিত র‌্যাভাল একপ্রান্ত আগলে রাখলেও আরেক পাশে উইকেট পড়ে নিয়মিত। প্রতিরোধ বলতে ষষ্ঠ উইকেট জুটিতে র‌্যাভাল ও বিজে ওয়াটলিংয়ের ৬৫ রান। ক্যারিয়ার সেরা ৮০ রানে মহারাজের বলেই স্ট্যাম্পড হন র‌্যাভাল। শেষ বাধা ওয়াটলিংকেও (২৯) ফেরান মহারাজ। নিউজিল্যান্ড শেষ ৫ উইকেট হারায় মাত্র ১৬ রানে। ইনিংসে মহারাজের বোলিং ফিগার ২০.২-৭-৪০-৬। প্রথম ইনিংসে ২/৪৭। প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন। ১৯৩২ থেকে দ্বিতীয় দণি আফ্রিকান ও বিশ্বের ষষ্ঠ স্পিনার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে টানা দুই টেস্টে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন মহারাজ। ১৯৭৩ সালে সর্বশেষ যেটি করেছিলেন পাকিস্তানী কিংবদন্তি ইন্তেখাব আলম (৬/১২৭ ও ৭/৫২)। জবাবে ৪৮ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ে প্রোটিয়ারা কিছুটা ধাক্কা খেলেও হাশিম আমলা (৩৮*) ও জেপি ডুমিনি (১৫*) সহজে জয় এনে দেন। স্কোর ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ২৬৮/১০ (৭৯.৩ ওভার; র‌্যাভাল ৩৬, উইলিয়ামসন ২, নিকোলস ১১৮, ওয়াটলিং ৩৪, সাউদি ২৭; ডুমিনি ৪/৪৭, মহারাজ ২/৪৭, মরনে মরকেল ২/৮২) ও দ্বিতীয় ইনিংস ১৭১/১০ (৬৩.২ ওভার; লাথাম ৬, র‌্যাভাল ৮০, উইলিয়ামসন ১, ব্রুম ২০, ওয়াটলিং ২৯; মরনে মরকেল ৩/৫০, রাবাদা ১/৩৮, মহারাজ ৬/৪০)। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩৫৯/১০ (৯৮ ওভার; রাবাদা ৯, আমলা ২১, ডুমিনি ১৬, ডুপ্লেসিস ২২, বাভুমা ৮৯, ডি কক ৯১, ফিল্যান্ডার ৩৭*, মরকেল ৪০; সাউদি ২/৯৮, ডি গ্র্যান্ডহোম ৩/৫২, ওয়াগনার ৩/১০২) ও দ্বিতীয় ইনিংস ৮৩/২, লক্ষ্য ৮১ (২৪.৩ ওভার; কুক ১১, এলগার ১৭, আমলা ৩৮*, ডুমিনি ১৫*; সাউদি ১/২৭, ওয়াগনার ১/১৮) ফল ॥ দ.আফ্রিকা ৮ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ মহারাজ (দ. আফ্রিকা) সিরিজ ॥ তিন টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ তে এগিয়ে।
×