ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ানডে সিরিজ ॥ শ্রীলঙ্কা গেলেন মাশরাফিরা

প্রকাশিত: ০৫:০৮, ১৯ মার্চ ২০১৭

ওয়ানডে সিরিজ ॥ শ্রীলঙ্কা গেলেন মাশরাফিরা

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেলেন মাশরাফি বিন মর্তুজারা। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি। তিনি গেছেন। সেই সঙ্গে নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম ও শুভাগত হোমও শ্রীলঙ্কা গেলেন। শনিবার শ্রীলঙ্কায় গেছেন তারা। বাকিরা টেস্ট খেলছেন। তাই শ্রীলঙ্কাতেই আছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ মার্চ প্রথম, ২৮ মার্চ দ্বিতীয় ও ১ এপ্রিল তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। এ সিরিজে জয়ের স্বপ্নই দেখছেন মাশরাফি। শনিবার দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হযরত শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সামনে মাশরাফি সিরিজ জয়ের আশা প্রকাশ করেন। বলেন, ‘সিরিজ জয় অবশ্যই সম্ভব। আমরা যদি প্রত্যাশা অনুযায়ী খেলতে পারি ও ভাল খেলতে পারি।’ মাশরাফি আরও জানান, ‘আমরা যে কয়েকটা সিরিজ এর আগে জিতেছি, সেখানে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং এই তিন বিভাগেই ভাল খেলেছি। আর যেগুলোতে হেরেছি সেখানে এই তিন বিভাগেই খারাপ করেছি। আমার কাছে মনে হয়, যে দল আমাদের আছে তাতে ওভারঅল প্রতিটি বিভাগে ভাল করতে পারলে আমাদের সিরিজ জেতা সম্ভব।’ মুস্তাফিজকে নিয়ে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজ আমাদের সেরা বোলার। অতএব তার সেরা অবস্থায় তাকে দলে পাওয়া সবসময়ই আমাদের জন্য বাড়তি সুবিধা। যা প্রতিপক্ষের জন্য বাড়তি অসুবিধার কারণ। আশা করব টেস্ট খেলার পরে পূর্ণ বিশ্রাম নিয়ে সে ফিটনেস ঠিক রাখবে। এর আগে যেভাবে নিজের সেরা খেলাটি খেলেছে এই সিরিজেও সেভাবেই খেলবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আগেই বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও নিউজিল্যান্ডের বিরূপ কন্ডিশনে তাকে ওয়ানডে দলে রাখা হয়েছিল। লঙ্কানদের বিপক্ষে রুবেল হোসেন সুযোগ পেলেও ঠাঁই হয়নি আরেক পেসার আল-আমিন হোসেনের। টেস্ট দলে থাকা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মুমিনুল হক। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম থাকলেও নুরুল হাসান সোহানকেও রাখা হয়েছে স্কোয়াডে। আছেন আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যর্থতার পর সমালোচিত হওয়া শুভাগত হোমও। নতুন মুখ হিসেবে স্কোয়াডে আছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। প্রথম শ্রেণীর ক্রিকেট বিসিএলে ১০ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন। তাকে টেস্টের জন্যই সবসময় পারফেক্ট ধরা হত। এছাড়া ঢাকা প্রিমিয়ার লীগে সর্বশেষ ১৬টি ম্যাচ খেলে নিয়েছেন ১৬ উইকেট। দলে আরও আছেন ফিটনেস পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেয়া ইমরুল কায়েস। বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।
×