ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতেও নেই ম্যাথুস

প্রকাশিত: ০৫:০৭, ১৯ মার্চ ২০১৭

ওয়ানডেতেও নেই ম্যাথুস

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। তাই টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও নেই এ্যাঞ্জলো ম্যাথুস। তাকে বাদ দিয়েই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে ডাম্বুলায় ২৫ ও ২৮ মার্চ এবং কলম্বোয় ১ এপ্রিল যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। এজন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। উপুল থারাঙ্গার কাঁধে দলের নেতৃত্ব দেয়া হয়েছে। দলে একাধিক রদবদলও করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের পর এবার ব্যাপক পরিবর্তন আনা হয়েছে দলটিতে। সেবার প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে লঙ্কান দলে ফিরেছেন কুশল পেরেরা ও থিসারা পেরেরা। অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে আছেন দানুশকা গুনাথিলাকা। কিন্তু ইনজুরির কারণে দলে ফিরতে পারেননি নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস। ফলে তার পরিবর্তে দলনেতা হিসেবে বহাল থাকছেন উপুল থারাঙ্গা। ওয়ানডে সিরিজের প্রথম দুটি দিবা-রাত্রিতে অনুষ্ঠিত হবে। দলে যোগ হয়েছেন কুশল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা। দল থেকে বাদ পড়েছেন চতুরঙ্গ ডি সিলভা, নুয়ান কুলাসেকারা, লাহিরু মাদুসাঙ্কা, জেফরি ভ্যান্ডারসে, সানদুন উইরাকোদে। শ্রীলঙ্কা ওয়ানডে দল ॥ উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারতেœ, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), কুশল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, সুরঙ্গ লাকমাল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয়া, থিসারা পেরেরা, সাচিথ পাথিরানা, সেকুগে প্রশন্ন, লাকশান সান্দাকান।
×