ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ‘শিরোপা’ ঢাকায়

প্রকাশিত: ০৫:০৭, ১৯ মার্চ ২০১৭

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ‘শিরোপা’  ঢাকায়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে জুনে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ টুর্নামেন্টের শিরোপা এখন ঢাকায়। চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর হবে এবার। খেলবে র‌্যাঙ্কিংয়ের সেরা আটদল। সেখানে আছে বাংলাদেশও। টুর্নামেন্টকে সামনে রেখে বিশ্বভ্রমণ শুরু হয়েছে ট্রফির। প্রতিযোগী ৮ দেশের ১৯টি শহরে ঘুরে বেড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার অংশ হিসেবে ভ্রমণের পথে শনিবার ঢাকায় এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭। যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে ট্রফি প্রদর্শন করা হয়েছে শনিবার। আজও শিরোপা থাকবে। বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত শিরোপা প্রদর্শন চলেছে। এরপর ২০ মার্চ ঢাকার বিভিন্ন স্থানে ফটোশূটের জন্য ট্রফি নেয়া হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও নিয়ে যাওয়া হবে ট্রফি। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা উপস্থিত থাকবেন। শ্রীলঙ্কা সফরের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররাও উপস্থিত থাকবেন। ২১ মার্চ ঢাকা ত্যাগ করবে ট্রফি। এর আগে গত ২ মার্চ ভারতের মুম্বাই থেকে শুরু হয় ‘নিশান আইসিসি ট্রফি ট্যুর’। বিশ্বকাপের পরই আইসিসির সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। র‌্যাঙ্কিংয়ে থাকা সেরা আটটি দল নিয়ে ১ জুন ইংল্যান্ডে শুরু হবে আইসিসির দ্বিতীয় সেরা এই ক্রিকেট টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এবার বাংলাদেশ খেলবে আইসিসির এই টুর্নামেন্টে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া আট দেশের মোট ১৯টি শহরে ঘুরে বেড়াবে আসরের শিরোপা। ভ্রমণের সময়সূচী অনুযায়ী ট্রফিটি বাংলাদেশে এসেছে শনিবার। বাংলাদেশে আসার আগে ভারতে ২ মার্চ শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত মুম্বাই, বেঙ্গালুরু ও দিল্লীতে ট্রফি প্রদর্শন হয়। এরপর বাংলাদেশের ঢাকা থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া হয়ে দুই মে ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের আটে থাকা দেশগুলোই কেবল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজকে র‌্যাঙ্কিংয়ে পেছনে ফেলে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ করে নিয়েছে। সেই সুযোগেই শনিবার ট্রফিও বাংলাদেশে এসেছে। ঢাকায় প্রদর্শনও হচ্ছে। আইসিসি পাকিস্তান ক্রিকেট শহীদ আফ্রিদিকে প্রধান অতিথি করে ট্রফি উন্মোচন করায় দুবাইতে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এমন একটি টুর্নামেন্ট যেটা আমার এবং পাকিস্তানের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর কাছে স্পেশাল এবং ভিন্ন অনুভূতির। কারণ এটাই একমাত্র আইসিসি টুর্নামেন্ট যেটা এখনও জিততে পারেনি পাকিস্তান। আবার এটাই আইসিসির একমাত্র টুর্নামেন্ট, যেখানে ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। সুতরাং আমি নিশ্চিত জীবনে সবকিছু একই থাকে না। অনেক কিছুই বদলাতে বাধ্য।’
×