ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পহেলা বৈশাখে সাইমন-প্র্রকৃতির ‘জল শ্যাওলা’

প্রকাশিত: ০৫:০২, ১৯ মার্চ ২০১৭

পহেলা বৈশাখে সাইমন-প্র্রকৃতির ‘জল শ্যাওলা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষের প্রথম দিনেই অর্থাৎ ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে জেসমিন আক্তার নদী পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র ‘জল শ্যাওলা’। টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের প্রযোজনায় প্রথম চলচ্চিত্র এটি। মুক্তির জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে প্রযোজনা সংস্থা টাইমস্ ওয়ার্ন্ড মিডিয়া। টাইমস্ ওয়ার্ন্ড মিডিয়ার অফিসে এ তথ্য নিশ্চিত করেন চলচ্চিত্রের নির্মাতা নিজেই। এ প্রসঙ্গে জেসমিন আক্তার নদী বলেন, পহেলা বৈশাখের দিনটি খুবই উৎসবমুখর থাকে। সবাই তার প্রিয়জন ও কাছের মানুষদের নিয়ে আনন্দে মেতে উঠে, পান্তা-ইলিশ খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। পহেলা বৈশাখকে উপলক্ষ্য করেই আমরা ১৪ এপ্রিল সারাদেশের প্রেক্ষাগৃহে ‘জল শ্যাওলা’ চলচ্চিত্রটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। মূলত রূপকভাবে চলচ্চিত্রের প্রতিটি চরিত্রের মাধ্যমে দেশের শোষিত-শাসিত শ্রেণি, পাশাপাশি ইতিহাস বিকৃত করার গল্প বলার চেষ্টা করা হয়েছে। আশা করি দর্শকদের ভিন্ন ধাচের একটি গল্প কিন্তু বাস্তব ঘটনা উপহার দিতে পারবো। ‘জল শ্যাওলা’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মানসী প্রকৃতি। এ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, মূলত এটি একটি শিশুতোষ চলচ্চিত্র। এর কাহিনী আর আমার চরিত্রটি ভাল লেগেছে। আর আমার কো-আর্টিস্ট মানসী প্রকৃতির সঙ্গে এটা আমার প্রথম কাজ। বেশ ভাল করেছে। আশাক রছি আমাদের জুটি দর্শক নন্দিত হবে। অভিনেত্রী মানসী প্রকৃতি বলেন, চলচ্চিত্রে কাজ করে ভাল লেগেছে। আশা করছি দর্শকদেরও ভাল লাগবে। সবার কাছে দোয়া চাই।
×