ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব শুরু

প্রকাশিত: ০৫:০২, ১৯ মার্চ ২০১৭

চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ পাবলিক লাইব্রেরী শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছয় দিনব্যাপী ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব ২০১৭’ শুরু হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে শনিবার বিকেল সাড়ে ৫টায় চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরেণ্য নাট্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য নাট্য অভিনেতা আমিরুল হক চৌধুরী, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ডিরেক্টরস গিল্ডের সহ-সভাপতি কচি খন্দকার, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, ক্যামেরাম্যান এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি পঙ্কজ পালিত, টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুনীড়মের প্রধান এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত। আয়োজক সুত্রে জানা গেছে উৎসব চলবে ২৩ মার্চ ২০১৭ পর্যন্ত। এবার ২০১৬ সালে প্রচার হওয়া নতুন ও পুরনো নির্মাতাদের ২২টি এক ঘণ্টার কাহিনীচিত্র এ উৎসবে প্রদর্শন করা হচ্ছে। উৎসব শেষে শ্রেষ্ঠ নাটকের নির্মাতাদের পুরস্কৃত করা হবে। প্রসঙ্গত, এক সময় প্রায় সবক’টি চ্যানেলেই এক ঘণ্টার নাটক নিয়মিতভাবে প্রচার বন্ধ হয়ে গিয়েছিল। সেটা ২০০৮ সালের কথা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে চ্যানেলগুলোতে নিয়মিতভাবে এক ঘণ্টার নাটক প্রচারের লক্ষ্যেই চারুনীড়ম ‘এক ঘণ্টার নাটক বাঁচাও’ কর্মসূচী হাতে নেয়। বিভিন্ন চ্যানেলে প্রচার হওয়া এক ঘণ্টার নাটক নিয়ে আয়োজন করে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র উৎসব’ এবং ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র পুরস্কার’। ২০০৯ সাল থেকে চারুনীড়ম নিয়মিতভাবে উৎসব ও পুরস্কারের আয়োজন করে আসছে।
×