ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

প্রকাশিত: ০৫:০০, ১৯ মার্চ ২০১৭

লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক খাত। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২১ শতাংশ অবদান রয়েছে এ খাতে। সূত্র জানায়, গত সপ্তাহে ব্যাংক খাতে প্রতিদিন ২২১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর আর্থিক খাতে ১৫ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে আর্থিক খাতে প্রতিদিন ১৫৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওষুধ-রসায়ন খাত। এ খাতে ডিএসইতে মোট লেনদেনের ১৪ শতাংশ অবদান রয়েছে। এ খাতে প্রতিদিন ১৪১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র ও প্রকৌশল খাতে ১৩ শতাংশ, জ্বালানি-বিদ্যুত ও বিবিধ খাতে ৬ শতাংশ, সিমেন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২ শতাংশ করে লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×