ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২ লাখ এ্যাপ সরিয়ে নেবে এ্যাপল

প্রকাশিত: ০৪:৫৯, ১৯ মার্চ ২০১৭

২ লাখ এ্যাপ সরিয়ে নেবে এ্যাপল

নিজেদের এ্যাপ স্টোর থেকে প্রায় ২ লাখ এ্যাপ সরিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট এ্যাপল। চলতি বছর আইওএস ১১ উন্মুক্তের সময় এই কাজটি করা হবে বলে জানিয়েছে এ্যাপবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ্যাপলের এ্যাপ স্টোরে থাকা যে এ্যাপগুলো ৬৪ বিট প্রসেসরের উপযুক্ত নয়- সেসব সরিয়ে দেয়া হবে। এ্যাপল এ্যাপ স্টোরে থাকা প্রায় ৮ শতাংশ এ্যাপ ৬৪ বিট প্রসেসরের উপযুক্ত নয়। আইওএস ১১ উন্মুক্তের আগে যে এ্যাপগুলো ৬৪ বিট প্রসেসর উপযুক্ত করা না হয়- তবে এ্যাপটি সরিয়ে দেয়া হবে। চলতি মার্চ মাস থেকেই এ্যাপল ডেভেলপারদের সতর্কবার্তা পাঠাতে পারে। যদিও আইওএস ১১ কবে উন্মুক্ত করা হবেÑ সে বিষয় এখনও কোন তথ্য জানায়নি এ্যাপল। -অর্থনৈতিক রিপোর্টার
×