ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

প্রকাশিত: ০৪:৫৮, ১৯ মার্চ ২০১৭

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ডে আজ রবিবার শুরু হচ্ছে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা (সিআইটিএফ)। চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় এটি ২৫তম আয়োজন। মেলায় এবারও পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে থাইল্যান্ড। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করবেন। এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং ফেডারেশন অব চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন। আন্তর্জাতিক বাণিজ্যমেলাকে সামনে রেখে শনিবার বিস্তারিত তুলে ধরে আয়োজক সংস্থা চিটাগাং চেম্বার। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে চিটাগাং চেম্বার সভাপতি বলেন, দেশে উৎপাদিত পণ্য তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন। এতে দেশী-বিদেশেী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করছে। প্রতিদিনই আসবেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিদেশী প্রতিনিধিরা। আন্তর্জাতিক পরিসরে দেশীয় পণ্যের প্রসারই এ মেলার লক্ষ্য। প্রসঙ্গক্রমে তিনি মেলার জন্য চট্টগ্রামে একটি স্থায়ী ভেন্যুর প্রয়োজনীয়তা উল্লেখ করেন। মেলা কমিটির চেয়ারম্যান ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম লিখিত বক্তব্যে জানান, প্রায় ৪ লাখ বর্গফুট জায়গায় বিশাল এই বাণিজ্যমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা থাকছে ১৬টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ৪টি মিনি মেগা প্যাভিলিয়ন, ৫টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ১০টি স্ট্যান্টার্ড প্যাভিলিয়ন, ১৭২টি প্রিমিয়ার মেগা বুথ, ২২টি মেগা বুথসহ সর্বমোট ৪৫০টির অধিক প্রতিষ্ঠান বাণিজ্যমেলায় অংশগ্রহণ করছে। বিগত ১৩ বছরের মতো এবারও পার্টনার কান্ট্রি থাইল্যান্ড। দেশটি ৫ হাজার ৪শ বর্গফুট জায়গা নিয়ে মেলায় অংশগ্রহণ করছে। থাইল্যান্ড ছাড়াও ভারত, ইরান, মরিশাসসহ বিভিন্ন দেশের অংশগ্রহণ থাকছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। প্রায় ২৩ হাজার বর্গফুট জায়গা নিয়ে থাকবে বিদেশীদের স্টল।
×