ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রফতানি বহুমুখীকরণ করার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪:৫৮, ১৯ মার্চ ২০১৭

রফতানি বহুমুখীকরণ করার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পৌঁছাতে রফতানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, তৈরি পোশাক আমাদের প্রধান রফতানি পণ্য। এটা প্রতিনিয়তই বাড়ছে; যা অর্থনীতির ভাল দিক। তবে আমাদের রফতানি পণ্যে অন্যান্য আইটেমও আসা উচিত। চামড়া, আইসিটিসহ অন্যান্য কয়েকটি পণ্যের সম্ভাবনা রয়েছে। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন বিষয়ক এক সেমিনারে অর্থমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এ সেমিনারের আয়োজন করে। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের রফতানি আয় শুধু তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। মধ্য আয়ের দেশ হতে রফতানির বহুমুখীকরণ করতে হবে। সেমিনারে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ওভারব্রিজ এবং বাইপাসের কারণে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা মোটামুটি উন্নত হয়েছে। তবে বনানী-গুলশান এবং বারিধারায় সমস্যা রয়ে গেছে।
×