ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে পোশাক শিল্প

প্রকাশিত: ০৪:৫৮, ১৯ মার্চ ২০১৭

অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে পোশাক শিল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ও স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) উদ্যোগে আয়োজিত কর্মসংস্থান মেলায় সকাল থেকেই ভিড় করেছেন চাকরি প্রার্থীরা। মেলায় বিভিন্ন স্টল ঘুরে নিজেদের পছন্দের কোম্পানি ও পদে নিয়োগ পাওয়ার জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তারা। শনিবার রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ মেলা ঘুরে এমন চিত্র দেখা গেছে। শনিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সকাল সাড়ে ১০টায় বিজিএমইএ কর্তৃক আয়োজিত জব ফেয়ারের উদ্বোধন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিজিএইএর সিনিয়র সহ-সভাপতি ফারুখ হাসান ও বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাসির। বাণিজ্যমন্ত্রী বলেন, জঙ্গীদের পক্ষেও দেখি অনেকে কথা বলছেন। কল্যাণপুরে যখন জঙ্গী ধরা পড়ল খালেদা জিয়া তখন বললেন, তারা নাকি দেখতে সুন্দর, জঙ্গী কিনা সংশয় আছে! এদিকে আবারও আত্মঘাতী বোমা হামলা হলো। জঙ্গী দমনে বর্তমান সরকার সফল উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কেউ জঙ্গী ইস্যু নিয়ে কোন ষড়যন্ত্র করলে তা বাস্তবায়ন হবে না। ২০২১ সালে পোশাক শিল্পের রফতানির লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার আয় করতে হলে তাদের সব ধরনের সহায়তা দিতে হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে উল্লেখ করে তোফায়েল আরও বলেন, তাদের সব ধরনের সহায়তা দিতে হবে। শ্রমিক সংগঠনগুলোকে এখন ক্রেতাদের দাম বাড়ানোর বিষয়ে জোর দেয়া উচিত। বিজিএমইএর জন্য নতুন একটি সুন্দর ভবন দরকার। নয়তো ক্রেতারা আকৃষ্ট হবেন কি করে। যারা রেমিটেন্স আনছে দেশে তাদেরও নগদ প্রণোদনা দেয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হবে বলে জানান তিনি। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, পোশাক শিল্পের উদ্যোক্তাদের ট্রেড ইউনিয়ন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, অনেক গার্মেন্টস মালিক এসে আমাকে ট্রেড ইউনিয়ন না দেয়ার অনুরোধ করেন। কিন্তু কেন করেন, তা আমি বুঝি না। পোশাক শিল্পের উদ্যোক্তারা শ্রম অধিকার নিয়ে সচেতন কিনা সে তা আমি জানি না। শ্রমিক নেতাদের উচিত ক্রেতাকে পণ্যের দাম বাড়ানোর বিষয়ে বলা। পণ্যের দাম বাড়লেই শ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব। বিজিএমইএর সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা চুরি হচ্ছে। তার দায় আমাদের নিতে হয়। আমাদের ঋণের ১২ থেকে ১৫ শতাংশ সুদ দিতে হচ্ছে। যারা চুরি করছেন তাদের ধরেন, শাস্তির আওতায় আনেন। আমাদের ওপর চাপ কমান। আর পরিবেশ ইস্যু মনে হয় শুধু পোশাক শিল্পেই আছে। এ নিয়ে অনেক কথা আগে বলা হয়েছে, আমরা চুপ করে হজম করেছি। কিন্তু আর করবোনা। জানা গেছে, মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ৩০টি কোম্পানি। এসব কোম্পানি মেলায় আগত চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত নেয়ার পাশাপাশি প্রশিক্ষিত যোগ্য প্রার্থীদের নিয়োগ দিচ্ছে। মেলায় অংশ নেয়া ম্যাস ট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টসের কমপ্লায়েন্স অফিসার একরামুল হায়দার চৌধুরী বলেন, সাতটি পদে আমরা কর্মী নিয়োগ দেব। এ জন্য জীবনবৃত্তান্ত নিচ্ছি। এখান থেকে যাচাই-বাছাই করে বিকেলেই তাদের সাক্ষাতকারের জন্য ডাকা হবে। আমরা যেসব পদে নিয়োগের জন্যে বিজ্ঞপ্তি দিয়েছি সেসব পদে আজ ১০ থেকে ১২ জন কর্মী নিয়োগ দেব। নিটিং বিষয়ে প্রশিক্ষণ নেয়া সাবিহা আক্তার বলেন, প্রশিক্ষণের পর চাকরি দেবে বলে এখানে এসেছি। সিভি জমা দিয়েছি।
×