ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে সিট দখল ও ইনস্টিটিউটের দাবি নিয়ে বিশৃঙ্খলায় শিক্ষক সমিতির উদ্বেগ

প্রকাশিত: ০৪:৫২, ১৯ মার্চ ২০১৭

ঢাবিতে সিট দখল ও ইনস্টিটিউটের দাবি নিয়ে বিশৃঙ্খলায় শিক্ষক সমিতির উদ্বেগ

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ে সম্প্রতি হলের সিট দখল ও অন্তর্ভুক্তিকরণ নিয়ে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তাতে বিশ^বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে ঢাবি শিক্ষক সমিতি। এসব কাজ শিক্ষার পরিবেশের ক্ষেত্রে অগ্রহণযোগ্য মন্তব্য করে শিক্ষাবান্ধব পরিবেশ রক্ষার জন্য সকলকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। শনিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রহমত উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। ঢাবিতে গত সোমবার রাতে বিজয় একাত্তর হলে নিজেদের কর্মী তুলতে ছাত্রলীগ রাতভর তা-ব চালায়। তারা হল প্রাধ্যক্ষের উপস্থিতিতে তার কার্যালয় ভাংচুর করে, আবাসিক শিক্ষকদের লাঞ্ছিত করে এবং ইউএনবির বিশ^বিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসেনকে বেদম মারধর করে। তাদের মারধরের ফলে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এ ঘটনার দুদিন না যেতেই শুক্রবার দিনভর রোকেয়া হলে সাধারণ শিক্ষার্থীদের বের করে নিজেদের কর্মী উঠাতে আবাসিক শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর মারমুখী হওয়ার অভিযোগ ওঠে হল ছাত্রলীগের বিরুদ্ধে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিবৃতিতে বলা হয়েছে- আমরা লক্ষ্য করেছি, সাম্প্রতিককালে বিভিন্ন হলে সিট বণ্টন কেন্দ্র করে পরস্পরের প্রতি দোষারোপ, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা এবং একদল উচ্ছৃঙ্খল ছাত্র শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের নাজেহাল করছে।
×