ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে ভবিষ্যত বাংলাদেশ গড়তে শিশু কিশোরদের প্রতি আহ্বান

প্রকাশিত: ০৪:৫০, ১৯ মার্চ ২০১৭

বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে ভবিষ্যত বাংলাদেশ গড়তে শিশু কিশোরদের প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজে শিশু-কিশোরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। মন্ত্রী বলেছেন, শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করতে হবে, সে আদর্শ বুকে ধারণ করতে হবে এবং সে আদর্শ মেনেই ভবিষ্যত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ‘জাতীয় শিশু দিবস’ ২০১৭ উপলক্ষে শনিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থপতি ইয়াফেস ওসমান এসব কথা বলেন। আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ সিরাজুল হক খান, সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়, স্বাগত বক্তব্য রাখেন জাদুঘরের সিনিয়র কিউরেটর মোঃ বদিয়ার রহমান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ঢাকা শহরের প্রায় ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ‘ক’ বিভাগে (শিশু-তৃতীয় শ্রেণী), ‘খ’ বিভাগে (চতুর্থ-ষষ্ঠ শ্রেণী), ‘গ’ বিভাগে (সপ্তম-১০ম শ্রেণী) এবং অটিস্টিক শিশুরা আলাদা বিশেষ বিভাগে অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগ থেকে ৫জন প্রতিযোগীকে মেধা পুরস্কার এবং ৫জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় জাতীয় শিশু দিবস ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি। উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি উত্তরা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার কুতুবউদ্দীন আহমেদ, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এম রাজু আহমেদ, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাহ্উদ্দিন আহমেদ খোকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম. এ ওয়াদুদ ম-ল। আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার উপদেষ্টা প্রফেসর ড. কে এম শরীফুল হুদা, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুজ্জামান ও ডিন প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ, রাশেদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শরীফ মোঃ আশরাফুল হক।
×