ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:৫০, ১৯ মার্চ ২০১৭

ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের ১১তম মৃত্যুবার্ষিকী রবিবার। কাজী গোলাম মাহবুব ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর বরিশালের গৌরনদী থানার কসবা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর তিনি বাংলা ভাষাসহ সরকারের অন্যান্য বৈষম্যমূলক দিকগুলো জাতির সামনে তুলে ধরেন এবং ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৪৮ সালের ১১ মার্চের ধর্মঘটে পিকেটিং করতে গিয়ে আহত ও গ্রেফতার হন। ভাষা আন্দোলন পরিচালনার জন্য ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হলে তিনি পরিষদের আহ্বায়ক মনোনীত হন এবং আন্দোলন পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে তার গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। ১৯৯৪ সালে তিনি সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে জাতীয় স্বার্থে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত রাখতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ২০০৬ সালের ১৯ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তিনি একুশ পদকসহ অন্যান্য পদক লাভ করেন। তার মৃত্যুর পর ঢাকা সিটি কর্পোরেশন ধানম-ির ১০নং এবং ৯নং সড়কটি ‘ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব সড়ক নামকরণ করেছে। গৌরনদী উপজেলা প্রশাসন ভবন সংলগ্ন এলাকাটি কাজী গোলাম মাহবুব চত্বর হিসেবে নামকরণ করা হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরনদী উপজেলার কসবা গ্রামের সমাধি প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি
×