ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বর্ণিল আয়োজনে পয়লা বৈশাখ উদ্যাপনের প্রস্তুতি

প্রকাশিত: ০৪:৪৯, ১৯ মার্চ ২০১৭

বর্ণিল আয়োজনে পয়লা বৈশাখ উদ্যাপনের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ প্রাণের আবেগে উদ্যাপিত হয় বাঙালীর নববর্ষ। থাকে বহুমাত্রিক আয়োজন। তাই তো রমনা বটমূলের প্রভাতী গান কিংবা চারুকলার মঙ্গল শোভাযাত্রার বাইরেও শহরজুড়ে ছড়িয়ে থাকে নানা অনুষঙ্গ ও আনুষ্ঠানিকতা। সেই সুবাদে পয়লা বৈশাখ ঘিরে চলে ফ্যাশন হাউসগুলোর তৎপরতা। নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উদ্্যাপনে অভিজাত রেস্তরাঁ থেকে শুরু করে রূপসজ্জার প্রতিষ্ঠানগুলোরও থাকে নানামুখী তৎপরতা। আর সে বিষয়গুলোই উঠে এলো ভ্রমণবিষয়ক ইংরেজী পাক্ষিক দি বাংলাদেশ মনিটর আয়োজিত ‘পয়লা বৈশাখ আয়োজন’ শীর্ষক মুক্ত আলোচনা। শনিবার বিকেলে সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন রাজধানীর বিভিন্ন রেস্তরাঁর প্রতিনিধি, ফ্যাশন হাউস ও মেকওভার সেলুনের উদ্যোক্তা, পর্যটনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব এবং জুয়েলারি ও রূপসজ্জা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। স্বাগত বক্তব্যে মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল হক বলেন, বাংলাদেশে নববর্ষ উদ্যাপনের বর্ণিল অনুষ্ঠনের প্রতি বিদেশী পর্যটককে আকৃষ্ট করতে রাজধানীজুড়ে নানা আয়োজন থাকবে। অভিজাত রেস্তরাঁগুলো নিজেদের আয়োজনে প্রকাশ ঘটায় বাঙালিয়ানার। ক্রমশই দিবসটি উদ্যাপনের কলেবর বৃদ্ধি পাচ্ছে। সেই সূত্রে এবারও যোগ হবে নতুন মাত্রা। ব্র্যাকের হেড অব মার্কেটিং এ্যান্ড সেলস ডাল্টন জহির জানান, এবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে হবে তাদের পয়লা বৈশাখের মূল আনুষ্ঠানিকতা। দিনভর বৈশাখী মেলায় যুক্ত হবে মঙ্গল শোভাযাত্রা। থাকছে পান্তা-বুড়ি, বাউল গান, নাগরদোলা, মিনি সার্কাস, জাদু প্রদর্শনী, সাপ খেলাসহ নানা আয়োজন। বিকেলের আয়োজনে ব্যান্ড তারকা মাকসুদ ও ক্লোজআপ ওয়ানখ্যাত সালমা সঙ্গীত পরিবেশন করবেন। থাকবে রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীতের আসর। এছাড়া দিনভর থাকবে বাউল গানের আসর। পাশাপাশি উৎসব উদ্যাপনে অতিথির জন্য ব্র্যাক সিডিএমে থাকবে স্পেশাল গেস্ট প্যাকেজ। আলোচনা থেকে জানা যায়, এবার পয়লা বৈশাখে লা মেরিডিয়ান, হোটেল ওয়েস্টিন, হোটেল সেরিনা, হোটেল রিজেন্সি, খুশবু রেস্টুরেন্ট, ফখরুদ্দিনে থাকবে মুখরোচক বাঙালী খাবারের পসরা। হোটেলগুলোতে দিনভর সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ব্যুফে মেন্যুতে যোগ হবে স্পেশাল অফার। হোটেল ও রেস্টুরেন্টগুলোর প্রতিনিধিরা জানান, বিদেশী অতিথিদের বাঙালী সংস্কৃতির সঙ্গে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে থাকছে বাঙালী খাবারের বাহারিসব আয়োজন। হোটেল, রেস্টুরেন্ট সাজানো হবে বৈশাখী সাজে। ক্ষুদ্র পরিসরে থাকবে বৈশাখী মেলার আয়োজন। পয়লা বৈশাখের বর্ণিলতার অন্যতম অনুষঙ্গ হচ্ছে পোশাক। দেশীয় ফ্যাশন হাউসের প্রতিনিধি হিসেবে মুক্ত আলোচনায় অংশ নেন অঞ্জনসের প্রধান নির্বাহী শাহীন খান। তিনি বলেন, এবারের নববর্ষের পোশাকে আমরা লাল ও সাদাকে প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি থাকছে অন্য রংও। জামদানি শাড়িতে সাপলুডুসহ তুলে ধরা নানা ধরনের লোকজ মোটিফ। অলঙ্কারের পাশাপাশি অন্যান্য ফ্যাশন অনুষঙ্গেও থাকছে বৈশাখী ছোঁয়া। উইমেন্স ওয়ার্ল্ড, রেডের মতো বিউটি সেলুনগুলোয় থাকবে বিশেষ আয়োজন। বাঙালী নারীকে বৈশাখী সাজে সাজাতে পয়লা বৈশাখে ভোর থেকেই খোলা থাকবে তাদের দুয়ার। অনুষ্ঠানে পর্যটন ব্যবসায়ীদের পক্ষে জার্নি প্লাসের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক রহমান বলেন, জঙ্গীবাদের বিপরীতে বিদেশীদের কাছে পজেটিভ ইমেজ দিতে এবার বদ্ধপরিকর আমরা। হোটেল, রেস্তরাঁ ও ফ্যাশন হাউসগুলো আমাদের সহযোগিতা করলে কাজটি বেশ সহজ হয়। ব্যবসার পাশাপাশি বিদেশীদের কাছে আমাদের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করা সহজ হবে।
×