ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৪:৪৫, ১৯ মার্চ ২০১৭

অন্য রকম

অসদুপায় বন্ধে- রুমানিয়ার একটি অনলাইন অভিধানের এ্যাডমিনিস্ট্রেটাররা পরীক্ষায় অসদুপায় করার জন্য এক অভিনব পন্থা নিয়েছেন। তারা পরীক্ষার সময় অনলাইন অভিধানে বেশকিছু শব্দের সংজ্ঞা বদলে দিয়েছিলেন কারণ তাদের সন্দেহ ছিল গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় শিক্ষার্থীরা এই অভিধান ব্যবহার করে অসৎ উপায়ের আশ্রয় নেয়। এজন্য সর্বাধিক ব্যবহৃত তিনটি শব্দ বেছে নিয়ে শব্দের মানে পুরোপুরি বদলে দেন। যেমন রুমানীয় ভাষায় ‘প্রেটুটিনডেনি’ শব্দের ইংরেজী অর্থ ‘এভরিহয়্যার’ বা সর্বত্র। সোমবার সকালে অনুষ্ঠিত পরীক্ষার সমস এ্যাডমিনিস্ট্রেটররা ওই শব্দের অর্থ লিখে দেন ‘চিরকাল’। কাউকে বা কোন কিছু খুঁজতে ব্যবহৃত ক্রিয়াপদ ‘খোঁজা’-র অর্থ বদলে করে দেয়া হয় ‘দ্রুত যাওয়া’। -বিবিসি লন্ডন ব্রিজ ইজ ডাউন! ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ যদি মারা যান তাহলে কোন সঙ্কেত বার্তায় সেটা প্রথম শীর্ষ মহলে জানানো হবে সেটা ফাঁস হয়ে গেছে সংবাদপত্রে। সংবাদপত্রটির দাবি, সেই সঙ্কেতটি হল ‘লন্ডন ব্রিজ ইজ ডাউন।’ রাজা বা রানীর মৃত্যু হলে সবসময়ই তা প্রথমে ঘোষণা করা হয় এই ধরনের সঙ্কেত বার্তার মাধ্যমে। রাজপরিবারই তা ঠিক করে থাকে। প্রথমে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ফোন করে ওই সঙ্কেত বার্তা জানানোর কথা রানীর ব্যক্তিগত সচিবের। তারপর সব কমনওয়েলথ রাষ্ট্রে খবর যাবে। সবশেষে জানানো হবে সংবাদমাধ্যমকে। ১৯৫২ সালে রাজা চতুর্থ জর্জের মৃত্যুর সংবাদ জানান হয়েছিল ‘হাইড পার্ক কর্নার’ সঙ্কেত দিয়ে। সকাল সাড়ে ৭টা নাগাদ তার মৃত্যু হলেও তা প্রকাশ করা হয় বেলা প্রায় ১১টা ১৫মিনিটে। -গার্ডিয়ান
×