ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইএসের হুমকির পর আগ্রায় জোড়া বিস্ফোরণ

প্রকাশিত: ০৪:৪৪, ১৯ মার্চ ২০১৭

আইএসের হুমকির পর আগ্রায় জোড়া বিস্ফোরণ

ভারতের উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ শহর আগ্রার কাছাকাছি দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইএস হামলার হুমকির মুখে আগ্রায় তাজমহলে নিরাপত্তা জোরদারের মধ্যে শনিবার এই বিস্ফোরণগুলো ঘটে। সকালের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছে একটি ময়লার ডিপোতে প্রথম বিস্ফোরণ ঘটে। এ সময় পরিচ্ছন্নকর্মীরা সেখানে কাজ করছিলেন বলে পুলিশ জানিয়েছে। কয়েক মিনিট পর স্টেশনের কাছে এক লোকালয়ে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর বিবিসির। দুটি ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছেন। বিস্ফোরণ স্থলের কাছেই হুমকি দেয়া একটি চিঠি পাওয়ার কথা শোনা গেলেও সেখানে কী লেখা আছে, তা জানা যায়নি। উত্তর প্রদেশের পুলিশ প্রধান মহেশ কুমার মিশ্র জানান, বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
×