ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গুপ্তচরবৃত্তির অভিযোগ

ব্রিটেনের কাছে দুঃখ প্রকাশ করবেন না ট্রাম্প

প্রকাশিত: ০৪:৪৩, ১৯ মার্চ ২০১৭

ব্রিটেনের কাছে দুঃখ প্রকাশ করবেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুপ্তচরবৃত্তির অভিযোগের ইস্যুতে ব্রিটেনের কাছে দুঃখ প্রকাশ করবেন না বলে জানিয়েছেন। শুক্রবার হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেন, গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্রিটিশ গোয়েন্দারা ট্রাম্পের পূর্বসূরী বারাক ওবামার পক্ষে ট্রাম্পের ফোনে আড়িপেতে ছিলেন। এর মধ্য দিয়ে অন্যতম ঘনিষ্ঠ মিত্র এক দেশের সঙ্গে য্ক্তুরাষ্ট্র প্রায় নজিরবিহীন এক বিতর্কে জড়িয়ে পড়ল। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। ক্ষুব্ধ ব্রিটিশ কর্মকর্তারা শুক্রবার দ্ব্যর্থহীন ভাষায় ট্রাম্পের ফোনে আড়িপাতার অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ফের অভিযোগ করা হবে না এমন প্রতিশ্রুতিও তারা হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে পান। কিন্তু ট্রাম্প হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তাদের সমর্থন করতে দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। ট্রাম্প এটি স্পষ্ট করে দিয়েছেন যে এ বিষয়ে হোয়াইট হাউসের কিছুই করার নেই। ফক্স নিউজের ভাষ্যকার এন্ড্রু নেপোলিটানো এ বিষয়ে প্রথম অভিযোগ তোলেন। ট্রাম্পের একজন মুখপাত্র ফক্স নিউজের ওই কথার পুনরাবৃত্তি করেন। তবে টিভি চ্যানেলটি পরে সেই অভিযোগ থেকে সরে আসে। ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম এক ইউরোপীয় মিত্রের সঙ্গে সম্পর্কে দ্বন্দ্ব বাধালেন। এর আগে জানুয়ারিতে প্রতিবেশী মেক্সিকোর প্রেসিডেন্ট সীমান্তে প্রস্তাবিত দেয়াল নির্মাণ পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রে পূর্ব নির্ধারিত সফর বাতিল করেন। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে অভিবাসন প্রসঙ্গটি ওঠলে ট্রাম্প হুট করে ফোন রেখে দেন। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ পর্যন্ত চীন তাদের এড়িয়ে চলে, কারণ চীনের অভিযোগ ছিল ট্রাম্প প্রটোকল ভঙ্গ করে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছেন। ব্রিটেনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দ্বন্দ্ব এমন সময় প্রকাশ যেদিন ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ জার্মানির সফররত চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলকে নিয়ে ট্রাম্প হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন। এ সম্মেলনেও বিভিন্ন ইস্যুতে মেরকেলের সঙ্গে দ্বন্দ্বে জড়ান ট্রাম্প। শেষ পর্যায়ে করমর্দনের জন্য মেরকেল হাত বাড়ালেও তিনি সেটি না করেই সম্মেলন শেষ করেন। সব মিলিয়ে মেরকেলকে বিব্রতকর অবস্থায় ফেলেন ট্রাম্প।
×