ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেরুতে আকস্মিক বন্যায় হাজার হাজার পানিবন্দী

প্রকাশিত: ০৪:৪২, ১৯ মার্চ ২০১৭

পেরুতে আকস্মিক বন্যায় হাজার হাজার পানিবন্দী

গত কয়েকদিনের ভারি বর্ষণে পেরুর রাজধানী লিমায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে সেখানে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উদ্ধারকারীরা এসব মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালায়। সেখানকার রাস্তাঘাট যেন নদীতে পরিণত হয়েছে। বন্যা দেখা দেয়ার পর পেরুর ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন্স সেন্টার জানিয়েছে, চলতি বছরে দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ উত্তর পেরুর লা লিবারতাদ অঞ্চলে বন্যায় তিনজনের প্রাণহানি হয়। এছাড়াও দুইজনের কোন খোঁজ পাওয়া যায়নি। এল নিনোর প্রভাবে এই বন্যা দেখা দিয়েছে। খবর এএফপি’র। এক সপ্তাহের ভারি বর্ষণের পর ১ কোটি লোক অধ্যুষিত লিমার উপকণ্ঠের বেশ কিছু অধিবাসী শুক্রবার সকালে ঘুম থেকে জেগে উঠে দেখেন তাদের শোবার ঘর পানিতে ভরে গেছে। অন্যরা দেখতে পান কাদাধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মহাসড়কের বিভিন্ন অংশ।
×