ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাইমএশিয়া ভার্সিটির আইটিএইচএম বিভাগের সেমিনার

প্রকাশিত: ০৪:৩৯, ১৯ মার্চ ২০১৭

প্রাইমএশিয়া ভার্সিটির আইটিএইচএম বিভাগের সেমিনার

বুধবার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) এর উদ্যোগে ‘বাংলাদেশী পর্যটকদের দেশে ও দেশের বাইরে দুই বছরের অধিক সময় ভ্রমণকৃত পর্যটন কেন্দ্রের ওপর গবেষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহ্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের ঢাকা বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা এবং স্কুল অব বিজনেস-এর ডীন প্রফেসর ড. এ. এইচ. এম. হাবিবুর রহমান এবং ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি খবির উদ্দিন আহমেদ। সেমিনারে ইন্টারন্যাশনাল টূ্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) এর বিভাগীয় প্রধান ড. এ. আর. খান সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি। ফলক উন্মোচন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলার তিস্তা ডিগ্রী কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে এক কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে শনিবার দুপুরে চার তলা ওই ভবন নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন করেন সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সম্পাদক সহিদুল ইসলাম, মনিরুজ্জামান, কলেজ অধ্যক্ষ সৈয়দ আলী প্রমুখ।
×