ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভৈরবে পাদুকা মার্কেটে আগুন

প্রকাশিত: ০৪:৩৮, ১৯ মার্চ ২০১৭

ভৈরবে পাদুকা মার্কেটে আগুন

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৮ মার্চ ॥ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ভৈরবের কমলপুরে হাজী ফুলমিয়া পাদুকা মার্কেটের ৪নং গলিতে একটি রাবার কারখানায় আগুন লাগে। আগুন মুহূর্তে আশপাশের আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরবের দুটিসহ পাশের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। মার্কেটগুলোতে প্রায় তিন শ’ বিভিন্ন পাদুকা কারখানাসহ দোকান রয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০-১২ জন। আগুন লাগার পর ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ভৈরবে তীব্র যানজটের সৃষ্টি হয়। জামায়াত নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৮ মার্চ ॥ জামায়াত নেতা ও কুয়াকাটা অঞ্চল প্রধান মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে পুলিশ শনিবার প্রত্যুষে আজিমপুরের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০১৬ সালের ১৪ মে কুয়াকাটার আজিমপুর গ্রামে জামায়াত এ শীর্ষনেতা মাওলানা নুরুল ইসলামের বাড়িতে গোপন সভা চলাকালে পুলিশ হানা দিয়ে দুজনকে গ্রেফতার করে।
×