ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ৫

প্রকাশিত: ০৪:৩৮, ১৯ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কক্সবাজারে স্কুল ছাত্র, নাটোরে কলেজছাত্রী, কলাপাড়ায় মাদ্রাসা ছাত্র, বরগুনায় মোটরসাইকেল আরোহী এবং সাভারে নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ কক্সবাজার ॥ পেকুয়ায় ট্রাক চাপায় সাইফুল ইসলাম নামে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার সকালে মগনামা বাইন্যাঘোনায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্র মটকাভাঙ্গার শফিউল আলমের পুত্র ও মগনামা জাগরণ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। সাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় স্কুলছাত্র সাইফুল (১৩)। নাটোর ॥ যাত্রীবাহী বাস ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া আফরিন ওহি (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি’র চালকসহ আরও ৫জন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওহি সদর উপজেলার বাবুর পুকুরপাড় এলাকার খোরশেদ আলমের মেয়ে ও শহরের রানীভবানী সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। কলাপাড়া ॥ মাহেন্দ্র অটো থেকে পড়ে মারা গেছে মাদ্রাসার ছাত্র ফয়সাল ১১। শনিবার সকাল সাড়ে নয়টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ রাসেল সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল নীলগঞ্জের আমিরাবাদ ছালেহিয়া মাদ্রাসার ছাত্র। তার বাবার নাম আসাদুল। বরগুনা ॥ বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নাজমা (২৫) নামে এক নারী আরোহী নিহত হয়েছেন। চালক স্বামী আল আমিন, ছেলে নাইম ও পথচারী ইবরাহিম নামে তিনজন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পরীরখাল আলিস্যার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমা বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালীয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের একই সাথে আহত আল-আমিনের স্ত্রী। সাভার ॥ রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ি চাপায় ফাতেমা বেগম (৩১) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানার চন্দ্রনীমহল গ্রামে। জানা গেছে, এদিন সকালে রাস্তা পার হয়ে হেমায়তপুর এলাকার পোলো কম্পোজিট পোশাক কারখানায় কাজে যাচ্ছিল ফাতেমা। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×