ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষমুক্ত সবজির গ্রাম লক্ষ্মীচাপ

প্রকাশিত: ০৪:৩৭, ১৯ মার্চ ২০১৭

বিষমুক্ত সবজির গ্রাম লক্ষ্মীচাপ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অর্গানিক পদ্ধতিতে বিষমুক্ত (কীটনাশক) সবজি উৎপাদনের এলাকা হিসেবে পরিচিতি লাভ করছে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ। ফসলের মাঠের পর মাঠ চাষ হচ্ছে বিষমুক্ত বিভিন্ন জাতের সবজি। কীটনাশক ছাড়া সবজিতে কত স্বাদ এখন বুঝতে পেরে ভোক্তাদের চাহিদাও বেড়ে গেছে। বিষমুক্ত সবজি চাষ করে এখানকার কৃষক এখন স্বপ্ন বুনছেন। এই এলাকায় সবজির সকল প্রকার আইটেম উৎপাদন হচ্ছে। বেগুন, আলু, টমেটো, মুলা, গাজর, ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, ঢেঁড়স, ধনেপাতা, শালগম, কচু। আর জাঙ্গিতে, কায়তা, শিম, লাউ, মিষ্টি কুমড়া, পটল, পুঁই শাক হচ্ছে। নারী-পুরুষ মিলে নিজেদের জমিতে এবং বসতভিটার ধারে সবজি আবাদে মেতে উঠেছে। সবজি চাষীরা বলছেন, কেঁচো কম্পো ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করছেন তারা। বারো মাস সবজি আবাদেই তারা ব্যস্ত সময় পার করছে। ফলনও হচ্ছে বাম্পার। এতে তারা অনেক লাভবান হচ্ছে। বৃহস্পতিবার সকালে ওই গ্রামে গেলে সবজি চাষী মণি চন্দ্র রায় বলেন, আমি এবারে এক বিঘা জমিতে কীটনাশকমুক্ত সবজি চাষ করেছি। এখানে শুধু বাড়িতে তৈরি জৈবসার ও জৈব ভিটামিন ব্যবহার করে সবজি উৎপাদন করে লাভবান হয়েছি। এতে আমাদের সবজি চাষে খরচও কম হয়েছে। অল্প খরচে বেশি লাভে সবজি উৎপাদন করা সম্ভব হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোঃ ইদ্রিস বলেন, চলতি শীত মৌসুমেই বিষমুক্তভাবে কৃষকরা এক লাখ ১৮ হাজার ৪২২ টন সবজি উৎপাদন করেছে। এখনও চলছে তাদের সবজি আবাদ পাঁচ হাজার ৮২৫ হেক্টর জমি।
×