ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর গাছের মূল্য কমেছে ১৫ কোটি টাকা

প্রকাশিত: ০৪:৩৭, ১৯ মার্চ ২০১৭

সংবাদ প্রকাশের পর গাছের মূল্য কমেছে ১৫ কোটি টাকা

নিজস্ব সংবাদদতা, শরীয়তপুর, ১৮ মার্চ ॥ দৈনিক জনকণ্ঠে পদ্মা সেতুর জাজিরার নাওডোবা পয়েন্টে সেনানিবাস নির্মাণ প্রকল্পে স্থাপনা ও গাছপালার মূল্য নির্ধারণে অনিয়মের সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের উদ্যোগে নতুন করে যে মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে মূল্য কমেছে ১৫ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা। অর্থাৎ পূর্বের মূল্য তালিকা ধরে গাছপালার ক্ষতিপূরণের টাকা দিলে সরকারের ১৫ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা বেশি গচ্ছা যেত। ‘ভুয়া স্থাপনা দেখিয়ে ৬৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা’ শিরোনামে গত ১৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ তদন্ত অনুয়ায়ী সরেজমিন পুনঃতদন্ত ও যাচাইপূর্বক বাস্তবভিত্তিক বাজার মূল্য নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেন। এতে গাছপালার নতুন মূল্য তালিকা জমা দিয়েছে বন বিভাগ। আগের দেয়া তালিকা থেকে এতে মূল্য কমেছে ১৫ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা। জেলা প্রশাসনের কার্যলয় সূত্র জানায়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সার্বিক নিরাপত্তা বিধানকল্পে ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থায়ী সেনানিবাস নির্মাণ করার জন্য ৯৯ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণ করার চিঠি দেয়া হয় জেলা প্রশাসককে। গত বছর ৫ মে সেনাবাহিনী এচিঠি দেয়। এরপর জমি অধিগ্রহণ করার জন্য জেলা প্রশাসন থেকে ১ জুন জমির মালিকদের নোটিস করা হয়। জেলা প্রশাসন ও সেনাবাহিনী ১৬ জুন যৌথ তদন্ত শুরু করে জমির মালিকদের তালিকা ও স্থাপনার তালিকা প্রস্তুত করতে থাকেন। ঘরবাড়ি ও স্থাপনার মূল্য নির্ধারণ করার জন্য সে তালিকা ২২ আগস্ট শরীয়তপুর গণপূর্ত বিভাগকেও গাছপালার মূল্য নির্ধারণের জন্য সামাজিক বন বিভাগকে তালিকা দেয়া হয়। মিডিয়ায় সংবাদ প্রকাশ ও এসব অভিযোগের ভিত্তিতে, জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেন। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ তদন্ত অনুয়ায়ী সরেজমিন পুনঃতদন্ত ও যাচাইপূর্বক বাস্তব ভিত্তিক বাজার মূল্য নির্ধারণের অনুরোধ করেন। ওই চিঠির প্রেক্ষিতে গণপূর্ত বিভাগ একটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেন। আর বন বিভাগ পাঁচ সদস্যর তদন্ত কমিটি করে পুনরায় মূল্য নির্ধারণ করেন।
×