ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোটেল বয়সহ তিন খুন ॥ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৬, ১৯ মার্চ ২০১৭

হোটেল বয়সহ তিন খুন ॥ তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীতে হোটেল কর্মচারী, শরীয়তপুরে জমিজমা বিরোধে চাচাত ভাই, নওগাঁয় গাছ বিক্রিতে বাধা দেয়ায় মাকে খুন করা হয়েছে। ভালুকায় যুবতী, রূপগঞ্জে যুবক ও গাজীপুরে জেলের লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ মহানগরীর গণকপাড়া এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষে কর্মচারী (হোটেল বয়) খুন হয়েছে। শনিবার সকালে সিরাজুল ইসলাম সিরাজ (৩৭) নামের ওই কর্মচারীর লাশ নগরীর আল হাসিব নামের ওই হোটেলের চতুর্থ তলার ৪০৩ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান। নিহত সিরাজ ওই হোটেলের বয় ছিল। তার বাড়ি জেলার তানোর উপজেলার চান্দুরিয়া গ্রামে। সিরাজের বাবার নাম আব্দুল হামিদ। সে ১৭ বছর ধরে ওই হোটেলে বয়ের চাকরি করে আসছিল। তবে ঘটনার পর থেকে ওই কক্ষের বোর্ডার লাপাত্তা রয়েছে। বোয়ালিয়া থানার ওসি জানান, শনিবার সকালে আল হাসিব নামের হোটেলের চতুর্থ তলার ৪০৩ নম্বর কক্ষের মেঝেতে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে ম্যানেজার রিপন থানায় খবর দেয়। ওসি বলেন, ঘটনাস্থলে মেশিন দিয়ে কাটা তিনটি তালা ও একটি চাকু পাওয়া গেছে। যার মধ্যে একটি হোটেলের মেইন গেটের, একটি হোটেল মালিক হাসিবুল ইসলাম মানিকের চেম্বারের ও অপরটি হোটেলের নিচের সাকিব গার্মেন্টসের। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের বয়কে খুন করে ডাকাতির চেষ্টা করা হয়েছে। হোটেলের রেজিস্ট্রার খাতার একটি পেজ খোয়া গেছে, যাতে ওই কক্ষের বর্ডারের নাম ঠিকানা লেখা ছিল। ধারণা করা হচ্ছে ওই কক্ষের বোর্ডার খুন করে চলে যাওয়ার সময় রেজিস্ট্রার খাতা থেকে পেজটিও ছিঁড়ে নিয়ে গেছে। শরীয়তপুর ॥ নড়িয়া উপজেলার নওয়াপাড়া মালতকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাত ভাইকে ছুরিকাঘাত করে খুন করেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মহিলাসহ ২ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নড়িয়া উপজেলার নওয়াপাড়া মালতকান্দি গ্রামে সুজন মালত ও তার প্রতিবেশী চাচাত ভাই আঃ রশিদ খার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শুক্রবার রাত ৯টায় দিকে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আঃ রশিদ খা ও তার সমর্থকরা উত্তেজিত হয়ে প্রতিপক্ষ সুজন মালতদের ওপর হামলা চালায়। এ সময় উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় আঃ রশিদ খা ও তার সমর্থক রনি ও জনি এলোপাতাড়িভাবে সুজন মালত ও তার সমর্থকদের মারপিট ও ছুরিকাঘাত করে। এ ঘটনায় সুজন মালত, বাবুল মাল ও ফজিলতুন্নেছা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার সকাল অনুমান ৬টায় সুজন মালত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নওগাঁ ॥ মান্দায় একটি কড়ইগাছ বিক্রিতে বাধা দেয়ায় মা আকলিমা বিবিকে (৫৯) খুন করেছে ঘাতক ছেলে সরাফুদ্দৌলা ওরফে লাইট (৪২)। আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইট এমন তথ্যই দিয়েছে বলে জানা গেছে। ঘটনায় নিহতের বড় ছেলে আশরাফুদ্দৌলা বাদী হয়ে শনিবার সকালে মান্দা থানায় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা গেছে, শুক্রবার সকালে সরাফুদ্দৌলা ওরফে লাইট বাড়ির পাশের একটি কড়ইগাছ বিক্রির জন্য তার মায়ের কাছে অনুমতি চায়। মা আকলিমা বিবি গাছ বিক্রি করতে রাজি না হলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে শুক্রবার সারাদিনই মা-ছেলের মধ্যে ঝগড়া-বিবাদ চলে। এতে লাইট ক্ষিপ্ত হয়ে রাত ৯টার দিকে মা আকলিমা বিবির শয়নকক্ষে ঢুকে লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা উপজেলার হবিরবাড়ি বেলাশিয়াপাড়ায় শনিবার সকালে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ঘটনার দিন সকালে এলাকাবাসী একটি কাঁঠালগাছে রুমা আক্তারের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। রুমা আক্তার (১৮) ফুলপুর উপজেলার জোড়বাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোজাম্মেল (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বরাব এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মোজাম্মেল কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার ভিটিপাড়া এলাকার এলাছ মিয়ার ছেলে। মোজম্মেল বরাব এলাকার খোকার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে। রূপগঞ্জ থানার পুলিশ জানায়, শনিবার সকালে মোজাম্মেলের ঝুলন্ত মৃতদেহটি দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। গাজীপুর ॥ কালীগঞ্জে গাছে ঝুলন্ত এক জেলের মৃতদেহ শনিবার উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই জেলের নাম কিরন চন্দ্র দাস (২২)। সে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের নির্মল চন্দ্র দাসের ছেলে। কালীগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের ঈশ্বরপুর মন্দির সংলগ্ন পুকুরপাড়ের কড়ইগাছের ডালের সঙ্গে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো কিরন চন্দ্রের মৃতদেহ শনিবার ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ওই জেলের মৃতদেহ উদ্ধার করে।
×