ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৫, ১৯ মার্চ ২০১৭

টুকরো খবর

সরকারী খালে ভবন নির্মাণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রকাশ্য দিবালোকে কতিপয় প্রভাবশালীর ছত্রছায়ায় সরকারী খাল ও রাস্তার পাশের সম্পত্তি দখল করে চলছে পাকা ভবন নির্মাণের কাজ। খাল দখলের কারণে ওই এলাকায় সেচ কাজ চরমভাবে ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের সাদ্দাম বাজার নামক এলাকার। স্থানীয় মনির সরদার, সফিউদ্দিন হাওলাদারসহ একাধিক ব্যক্তিরা অভিযোগ করেন, বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধুরিয়াইল সাদ্দাম বাজার সংলগ্ন মিশনের সামনের সরকারী খালের একাংশ ও রাস্তার পাশের বৃহত অংশ অবৈধভাবে দখল করে পাকা ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন স্থানীয় প্রভাবশালী খোকন হাওলাদার। আরও জানা গেছে, প্রাথমিকভাবে স্থানীয়রা ওই কাজে বাধা প্রদান করায় ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী জনপ্রতিনিধির হুমকির মুখে বর্তমানে কেহ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ফলে প্রকাশ্যে সরকারী খাল ও রাস্তার সম্পত্তি দখল করে প্রভাবশালী খোকন হাওলাদার পাকা ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, খালের একাংশ দখল করে পাকা ভবন নির্মাণ করায় ওই এলাকায় সেচ কাজ চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুব পরিষদ নেতাকে মারধর নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৮ মার্চ ॥ জেলা পরিষদ নির্বাচনের জের ধরে শাল্লা উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর চৌধুরীকে মারধর করেছেন যুবলীগ নেতা দিপু রঞ্জন দাস। শনিবার উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুটকে মোটরসাইকেল মার্কায় ভোট দেয়ার ফলে যুবলীগ নেতা দিপু রঞ্জন দাস জনপ্রতিনিধিদের প্রতি ক্ষিপ্ত হন। যার ফলে আওয়ামী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর সামনে ৪নং শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান জামান চৌধুরীর ভাতিজা জাহাঙ্গীর চৌধুরীকে বেদড়ক মারধর করেন যুবলীগ নেতা দিপু। আহত জাহাঙ্গীর শাল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন। নাম প্রকাশে অনিচ্ছুক, এক জনপ্রতিনিধি বলেন, আমরা মুকুট ভাইকে ভোট দিয়েছি বলে দিপু আমাদের হুমকি দিয়ে যাচ্ছে দেখে নেবে বলে। এমনকি যারা নুরুল হুদা মুকুটকে ভোট দিয়েছে উপনির্বাচনের পরে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে এমন হুমকি দিচ্ছে সবাইকে। সাংস্কৃতিক অনুষ্ঠান সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৮ মার্চ ॥ এনায়েতপুর-চৌহালীতে মেহের উন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার দিনভর খাজা ইউনুছ আলী ল্যাবরেটারি স্কুল এ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত এ উৎসবে আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে যোগ দিয়েছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। এ সময় প্রধান শিক্ষক আলহাজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ড সদস্য ডাঃ রুবাইয়া ফারজানা হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, চৌহালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সদরের ইউএনও বেনজন চাম্বু গং, বেলকুচির ইউএনও মোহাম্মদ সাইফুল হাসান, থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস প্রমুখ। পরে অর্ধশতাধিক ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সড়ক ও জনপথ বিভাগ খুলনা মংলা মহাসড়কের দুইটি স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। শনিবার দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে প্রায় ২০ একর সরকারী জমি অবৈধ দখলকারীদের কবল হতে মুক্ত করা হয়েছে। অভিযানের নেতৃত্ব প্রদান করেন সড়ক ও জনপথ অধিদফতর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, কাটাখালী হাইওয়ে থানার উপ-পুলিশ পরির্দশক জামাল উদ্দিন শেখ ও এএসআই ফরহাদ হোসেনসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। সকালে তারা কাটাখালী বাসস্ট্যান্ডের দুই পাশে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেন। পরে দুপুর হতে বিকেল পর্যন্ত মংলা সড়কের চুলকাঠি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা পাকা সেমিপাকা আধাপাকাভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বিদ্যুত সংযোগ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৮ মার্চ ॥ পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কুড়িকুনিয়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় ২৯৩ জন গ্রাহকের বিদ্যুত সংযোগ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক আনুষ্ঠানিকভাবে এ সংযোগ উদ্বোধন করেন। কুড়িকুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ধলামূলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নূরুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোনা পল্লীবিদ্যুত সমিতির জিএম মুজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম লুৎফা, মোঃ অলিউল্লাহ অলি প্রমুখ।
×