ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেকনাফে জামায়াত নেতার মদদে রোহিঙ্গার দালান নির্মাণ

প্রকাশিত: ০৪:৩২, ১৯ মার্চ ২০১৭

টেকনাফে জামায়াত নেতার মদদে রোহিঙ্গার দালান নির্মাণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে লেদা রোহিঙ্গা বস্তির সেক্রেটারি আমির হোসেনকে এ দেশে স্থায়ী বসবাসের জন্য বাড়ি করার সহযোগিতা দিচ্ছেন বলে এক জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মিয়ানমারের নাগরিক ওই রোহিঙ্গা নেতাকে হ্নীলা পশ্চিম সিকদারপাড়ায় জমি ক্রয় ও বাড়ি নির্মাণকাজে জামায়াতের রোকন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী সহযোগিতা দিচ্ছেন খবরে রীতিমতো হতবাক হয়েছেন সচেতন মহল। অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির সেক্রেটারি আমির হোসেন এ দেশের অবৈধ নাগরিক। ওই রোহিঙ্গা কিভাবে জমি কিনেছে? কোথায় পেয়েছে জাতীয় পরিচয়পত্র? এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কয়েকদিন ধরে ওই জমিতে বিশালাকারের বাউন্ডারি ও বাড়ি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। জানা গেছে, কৌশলে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও ভুয়া সনদ হাতিয়ে নিয়ে লেদা রোহিঙ্গা বস্তির সেক্রেটারি আমির হোসেনকে আরএসও ক্যাডাররাও সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ বিষয়ে বস্তির সভাপতি রোহিঙ্গা ডাঃ দুদু মিয়া বলেন, আমির হোসেন বস্তির বাইরে জমি ক্রয় করেছে শুনেছি, তবে কিভাবে জমি ক্রয় ও বাড়ি নির্মাণ করছে তা বিস্তারিত জানি না। রোহিঙ্গা নেতা আমির হোসেন বাড়ি নির্মাণের কথা স্বীকার করে বলেন, আমি সৌদি আরবে থাকতে হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান আমাকে স্থায়ী বাসিন্দা হিসেবে সনদ প্রদান ও জমি ক্রয়ে সহযোগিতা করেছেন। এ ব্যাপারে হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান ও জামায়াতের রোকন নুর আহমদ আনোয়ারী ওই রোহিঙ্গা নেতার নামে জমি ক্রয় এবং বাড়ি নির্মাণের বিষয়ে অবগত নন বলে দাবি করেছেন।
×