ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফেনীতে পুলিশের ওপর মাদক বিক্রেতার হামলা ॥ নিহত এক

প্রকাশিত: ০৪:৩২, ১৯ মার্চ ২০১৭

ফেনীতে পুলিশের ওপর মাদক বিক্রেতার হামলা ॥ নিহত এক

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১৮ মার্চ ॥ সোনাগাজীতে পুলিশের সঙ্গে মাদক বিক্রেতাদের সংঘর্ষে ফকির আহম্মদ পুলিশের গুলিতে মারা গেছে। অনুসন্ধানে জানা যায়, ফেনীর সোনাগাজী থানার সরাইতকান্দি এলাকার বলাকা পাঠানবাড়ী এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে ফকির আহম্মদ (৩৫) গুলিবিদ্ধ হয়। সংঘর্ষ চলাকালে ৬ পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ৮০৫ ইয়াবা, ১০ কেজি গাঁজা, ১শ’ পুরিয়া হেরোইন ও দুই বোতল বিদেশী মদ উদ্ধার করে এবং গুলিবিদ্ধ ফকির আহম্মদ, তার দুই ভাই সালাউদ্দিন ও আলমগীর হোসেনকে আটক করে। গুলিবিদ্ধ ফকির আহম্মদকে ফেনী হাসপাতালে এনে ভর্তি করা হলে শনিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত পুলিশ সদস্যদের সোনগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে। নিহত ফকির আহম্মদ সোনাগাজী থানার সরাইতকান্দি এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে।
×