ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ প্রশ্নে নিরপেক্ষ থাকার সুযোগ নেই ॥ ইকবাল চৌধুরী

প্রকাশিত: ০৪:৩২, ১৯ মার্চ ২০১৭

জঙ্গীবাদ প্রশ্নে নিরপেক্ষ থাকার সুযোগ নেই ॥ ইকবাল চৌধুরী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, যুদ্ধাপরাধীদের বিচার, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ ইস্যুতে সাংবাদিকদের নিরপেক্ষ থাকার সুযোগ নেই। প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে আবার প্রশাসন ভুল করলে তাও তুলে ধরতে হবে। দেশের উন্নয়নবিরোধী মৌলবাদ ও জঙ্গীবাদকে কোন ছাড় দেয়া হবে না। শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথাগুলো বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সীতাকু-, ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আত্মাঘাতী জঙ্গী হামলার প্রসঙ্গে বলেন, দেশকে অস্থিতিশীল করার একটি পাঁয়তারা চলছে। এক সময় বাংলাদেশে আইএস আছে এমনটি প্রমাণের জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। মৌলবাদ ও জঙ্গীবাদ একযোগে দেশের ৬৪ জেলায় বোমা হামলা করে তাদের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু সফলতার পরিচয় দিয়েছে। দেশকে মৌলবাদ ও জঙ্গীবাদ থেকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শুকলাল দাশের পরিচালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সহসভাপতি নিরুপম দাশগুপ্ত, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আসিফ সিরাজ প্রমুখ।
×