ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে প্রতিবন্ধীদের পাশে সিঙ্গাপুরের কুক দম্পতি

প্রকাশিত: ০৪:৩২, ১৯ মার্চ ২০১৭

মির্জাপুরে প্রতিবন্ধীদের পাশে সিঙ্গাপুরের কুক দম্পতি

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৮ মার্চ ॥ প্রত্যন্ত গ্রামের দরিদ্র ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন সিঙ্গাপুরের কুক দম্পতি। এরা হলেন- লীম হীম কুক ও তার স্ত্রী তান সিউ সোহান কুক। সিঙ্গাপুরে রয়েছে কুক দম্পতির লেইবু লেবু ওয়েল ফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশসহ কমপক্ষে দশটি দেশে দরিদ্রদের সাহায্য করে যাচ্ছেন তারা। এ উপজেলার বানাইল ইউনিয়নের ভূষ-ী গ্রামে প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল নির্মাণের কাজও শুরু করেছে তারা। শুক্রবার দুপুরে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভূষ-ী গ্রামে গিয়ে দেখা গেছে, সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলমের বাড়ির উঠানে শত শত দরিদ্র নারী ও স্কুল শিক্ষার্থী জমায়েত হয়েছে। সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কুক দম্পতি লীম হীম কুক ও তার স্ত্রী তান সিউ সোহান কুক দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং দরিদ্র নারীদের মধ্যে চাল বিতরণ করছেন। দুই শতাধিক শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও দুইশ’ দরিদ্র মহিলার মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। তাদের সহযোগিতা করছেন তাদের সিঙ্গাপুরের অপর দুই সহযোগী মি. টে ও মিসেস টে এবং ভূষ-ী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম। জানা গেছে, ভূষ-ী গ্রামের জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবত সিঙ্গাপুরের নাগরিক কুক সম্পতির একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। জাহাঙ্গীরের অনুরোধে কুক দম্পতি ভূষ-ী গ্রামে আসেন এবং এ এলাকার কয়েকটি গ্রামের দরিদ্র শিশু শিক্ষার্থী ও মহিলাদের বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন। এর আগে তারা বেশ কয়েকবার ভূষ-ী গ্রামে এসেছেন এবং এলাকার কয়েকটি গ্রামে দরিদ্র শিশু শিক্ষার্থী ও মহিলাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন বলে জাহাঙ্গীর আলম জানান। তিনি আরও জানান, ভূষ-ী পানিশাইল মাঝালিয়া ও গ্রামাটিয়া গ্রামের দরিদ্রদের ও শিক্ষার্থীদের মধ্যে কম্বল খাদ্য সামগ্রী ও টিউবওয়েল বিতরণ করেছেন কুক দম্পতি। কুক দম্পতি জাহাঙ্গীরের বাড়ির সামনে প্রতিবন্ধীদের জন্য একটি স্কুল নির্মাণের কাজও শুরু করেছেন বলেও জাহাঙ্গীর আলম জানান। শনিবার সকালে ভূষ-ী গ্রামে গিয়ে দেখা গেছে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় নির্মাণের কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। বাংলাদেশের দরিদ্র মানুষ ও প্রতিবন্ধীদের সাহায্য করার লক্ষ্য উদ্দেশ জানতে চাইলে লীম হীম কুক বলেন, দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আমার আনন্দ লাগে। বাংলাদেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড ফিলিপাইন লাউসসহ প্রায় দশটি দেশের দরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য কিছু কাজ করছি। এরপর ভারতের কয়েকটি রাজ্যে কাজ শুরু করবেন বলে তিনি জানান।
×