ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ০৮:১৯, ১৮ মার্চ ২০১৭

বঙ্গবন্ধুর জন্মদিনে  সরকারী হাসপাতালে  বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস উপলক্ষে দেশের সকল সরকারী হাসপাতালে শুক্রবার বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনেক হাসপাতালে দেয়া হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা। এদিন চিকিৎসা সেবা পেয়েছেন হাজার হাজার রোগী। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এ উদ্যোগ কার্যকর করা হয়। এদিন সকাল নয়টা থেকে দুপুর দুটা পর্যন্ত দেশের সকল হাসপাতালের বহির্বিভাগে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। রাজধানীর বিভিন্ন হাসপাতাল সরেজমিন ঘুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের চিত্র দেখা গেছে। সকাল ন’টার আগেই রাজধানীর শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতালে আসতে থাকেন রোগীরা। এদিন বিনা টাকায় চিকিৎসা েেসবা নিতে আসা অভিভাবকদের অধিকাংশই দরিদ্র পরিবারের। জন্মদিন উপলক্ষে শুক্রবার রোগীদের পুরোপুরি বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে সীমিত সময়ের মধ্যে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে পেরে আমাদেরও ভাল লাগছে। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে বলে জানান অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগেও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আফজালুর রহমান । তিনি বলেন, কয়েকদিন আগেই এ ধরনের চিকিৎসা সেবার প্রস্তুতি গ্রহণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা। এদিন বিশ্ববিদ্যালয়ে ৩৮টি বিভাগে দুই হাজার ৬৬৬ রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কনসালট্যান্টসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে রোগী দেখেন। এভাবে সারাদেশে সকল সরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
×