ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গী দমন করায় বিএনপির অন্তর্জ্বালা হচ্ছে ॥ কাদের

প্রকাশিত: ০৭:২৭, ১৮ মার্চ ২০১৭

জঙ্গী দমন করায় বিএনপির অন্তর্জ্বালা হচ্ছে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ সরকার দেশে জঙ্গী দমনে কাজ করায় বিএনপির ‘অন্তর্জ্বালা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জঙ্গী হামলা ও জঙ্গীবিরোধী অভিযানের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিই জঙ্গীবাদ নিয়ে রাজনীতি করছে, তাদের মদদ দিচ্ছে। তাই তারা সন্ত্রাস বিরোধী যে কোন অভিযানের বিরোধিতা করে। রাজনীতিতে অপশক্তি বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলে জানান তিনি। শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের আরও বলেন, সরকার জঙ্গীবাদ দমন করছে, এজন্যই বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে। ওবায়দুল বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের শপথ। তিন বছর পর বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী জাঁকজমকের সঙ্গে পালনের প্রস্তুতি শুরু করার কথাও জানান তিনি।
×