ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ন্যাপচ্যাট নকলের তালিকায় এবার ভাইবার

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ মার্চ ২০১৭

স্ন্যাপচ্যাট নকলের তালিকায় এবার ভাইবার

ইমেজ শেয়ারিং এবং মেসেজিং এ্যাপ স্ন্যাপচ্যাটকে ক্রমাগত নকল করে সম্প্রতি আলোচনায় এসেছে শীর্ষ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। আর এবার এই এ্যাপ নকল করল মেসেজিং এ্যাপ ভাইবার। সোমবার আইওএস এবং আন্ড্রয়েড ডিভাইসের জন্য একটি আপডেট উন্মুক্ত করেছে ভাইবার। এই আপডেটে ‘সিক্রেট চ্যাট’ ফিচার যোগ করা হয়। এই একই ফিচার স্ন্যাপচ্যাটে রয়েছে। স্ন্যাপচ্যাটে এই ফিচারে মেসেজে সময় নির্ধারণ করে দেয়া যায়। ফলে নির্দিষ্ট সময় পর মেসেজটি নিজে থেকেই মুছে যায়। আর ভাইবার নতুন আপডেটে সিক্রেট চ্যাট ফিচারে মেসেজ মুছে যাওয়ার পাশাপাশি গ্রাহক যদি ওই মেসেজের স্ক্রিনশট তুলে থাকেন তবে সেটিও অপর প্রান্তের গ্রাহককে সতর্ক করার সুবিধাও থাকছে। ২০১৪ সালে ১০০ কোটি মার্কিন ডলারে ভাইবার অধিগ্রহণ করে জাপানি ইলেক্ট্রনিক ও ইন্টারনেট প্রতিষ্ঠান রাকুটেন। বর্তমানে এ্যাপটির গ্রাহক সংখ্যা বলা হচ্ছে ৮০ কোটি। সূত্র ॥ টেক ক্রাঞ্চ
×