ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গুগল ও লেভিসের নতুন স্মার্ট জ্যাকেট

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ মার্চ ২০১৭

গুগল ও লেভিসের নতুন স্মার্ট জ্যাকেট

গুগল ও লেভিস একত্রে তৈরি করেছে সাইকেল আরোহীদের জন্য কম্যুটার জ্যাকেট। গুগলের নতুন কম্যুটার ট্রাকার জ্যাকেট প্রযুক্তি ও সুতা দিয়ে একসঙ্গে বোনা হয়েছে। ৩৫০ মার্কিন ডলার গুনতে হবে আপনাকে এক একটা জ্যাকেটের জন্য। কম্যুটার জ্যাকেটের বাম হাতায় দেয়া আছে সুইচ। এই হাতার ভেতরেই জ্যাকেটের পুনরায় চার্জের সুবিধা দেয়া হয়েছে। এর ভেতরে পরিবাহী সুতা আছে যা সূক্ষ্মভাবে বোনা। এর ফলে আপনি হাতের ছোঁয়ায় জ্যাকেটের সব ফিচার চালু করতে পারবেন। যেমন- গান শুনতে চাইলে হাতের স্পর্শে চালু করে নিতে পারবেন। এই জ্যাকেট দিয়ে আপনি আপনার স্মার্টফোন নিয়ন্ত্রণ করতে পারবেন। কল ধরা থেকে শুরু“করে মানচিত্র ও ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন। যেহেতু গুগলের পণ্য তাই আইফোন দিয়ে এই জ্যাকেট ব্যবহার করতে পারবেন না। লেভিসের মতে এই পোশাক শুধু আধুনিকই নয় বরং বর্তমান সময়ের সব সমস্যা এটা দিয়ে সমাধান করা যাবে। বিপজ্জনক কিছু নয় এটা। আপনি যদি এই জ্যাকেট ব্যবহার করতে চান তবে আপনাকে অতিরিক্ত কিছু টাকা খরচ করার মতো মানসিক প্রস্তুতি নিতে হবে। সূত্র ॥ ফক্স নিউজ
×