ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেরাইজ ফাম ও জুঙ্কো ওগুরা

আইফোন এ্যাপ বানিয়ে আলোড়ন সৃষ্টি করলেন

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ মার্চ ২০১৭

আইফোন এ্যাপ বানিয়ে আলোড়ন সৃষ্টি করলেন

মাসাকো ওয়াকাইমা একজন প্রাণোচ্ছ্বল বাচান। ইনি নিজের উদ্ভাবিত প্রথম স্মার্টফোন এ্যাপ চালু করেছেন। মনে রাখতে হবে তিনি কিশোর বা ঘুনা বয়সের কেউ নন বরং ৮১ বছরের এক বৃদ্ধা। তিনি বলেছেন তাঁর বয়সী মানুষদের উদ্দেশে তৈরি করা মজার মজার এ্যাপের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি লক্ষ্য করে তিনি নিজেই কিছু করতে বাধ্য হয়েছেন। ওয়াকাইমা বলেন, তরুণদের সঙ্গে খেলতে গিয়ে আমরা সহজেই খেলায় হেরে যাই। কারণ আঙ্গুল সঞ্চালনের সময় আমরা কখনই তাদের গতির সঙ্গে পেরে উঠি না। ওয়াকাইমা একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার। কিছু লোককে তিনি অনুরোধ জানিয়েছিলেন প্রবীণদের উপযোগী গেম তৈরি করার জন্য। কিন্তু কেউ তা করেনি। কোন আগ্রহ দেখায়নি। তাই তিনি সে দায়িত্বটা নিজের হাতেই নিয়ে নেন এবং এমন একটা কিছু সৃষ্টি করেন যা কিনা তার অর্ধেক বয়সের অনেকেই করতে পারেনি। ওয়াকাইমা বলেন, আমি এমন এক মজার এ্যাপ তৈরি করতে চেয়েছি যাতে বয়স্করা স্মার্টফোনে আগ্রহী হয়ে উঠেন। এ্যাপটা তৈরি করতে প্রায় দেড় বছর লেগেছে। ওয়াকাইমা ষাট বছর বয়সে কম্পিউটার ব্যবহার করতে শুরু করেন যখন তিনি তার বৃদ্ধা মায়ের দেখাশোনা করেছিলেন এবং সেকারণে ঘরের বাইরে যাওয়া ও বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সে সময় আবার কম্পিউটারগুলিও অত ব্যবহারবান্ধব ছিল না। ২০১৪ সালে টোকিওতে এক সম্মেলনে এ প্রসঙ্গে বলতে গিয়ে ওয়াকাইমা বর্ণনা দেন কিভাবে তাঁর কম্পিউটার সেট করতে ও অনলাইন চালু করতে তিন মাস সময় লেগেছিল। ওয়াকাইমা সেই স্মৃতিচারণ করে বলেন, সে সময় আমার মুখম-ল ঘাম ও অশ্রুতে ভরে গিয়েছিল। কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে এবং অনলাইনে অন্যান্য সিনিয়ন নাগরিকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয় শিখায় জন্য তিনি সিলভার ক্লাব নামে পরিচিত একটি ক্লাবে যোগ দেন। হেসে বলে উঠেন ওয়াকাইমা ‘ঐ ক্লাবের বেশ কিছু সদস্যের সঙ্গে আমি কথা বলি।’ ওয়াকাইমা সিঙ্গেল। তার কোন সন্তানাদিও নেই। তাঁর এ্যাপের নাম ‘হিনাদান’ এটি জাপানের ঐতিহ্যবাহী উৎসব হিনামাতসুরী বা পুতুল দিবসের উপর ভিত্তি করে নির্মিত একটি ‘আইও এস’ হোম। প্রতিবছর মার্চের প্রথমদিকে এই দিবসটি পালিত হয়। হিনামাতসুরী উৎসবের সময় ঐতিহ্যবাহী পোশাক পরিহিত সম্রাট ও তার সহচর বৃন্দের প্রতিনিধিত্বকারী অলঙ্কার খঁচিত পুতুলগুলি সুনির্দিষ্ট বিন্যাসে প্রদর্শন করা হয়। ওয়াকাইমা’র এ্যাপে ব্যবহারকারীদের হিনামাতসুরী উৎসবের জন্য পুতুলগুলি সুসজ্জিত করে সঠিক স্থানে বিন্যস্ত করতে হবে। ওয়াকাইমা নিজেকে টেকনোলজি ইভানজেলিস্ট বলে থাকেন। তিনি তার নিজস্ব পিসির পাঠ্যবইও লিখেছেন কারণ তার সামনে যেসব অপশন ছিল সেগুলিতে তার কাছে বড় বেশি বোরিং বলে মনে হয়েছে। এপ্রসঙ্গে তিনি বলেন আপনাদের পেশাদার হবার দরকার নেই। সৃজনশীলতা থাকলে কৌতুকময় মন থাকলে আপনারা শিক্ষণ সামগ্রী তৈরি করতে পারেন। ওয়াকাইমা এখন কম্পিউটারের উপর ক্লাস নেন। জাপানী ভাষায় ও অনেক সময় ইংরেজীতেও নিয়মিত ব্লগ লিখেন। হিনাদান তার প্রথম এ্যাপ। তবে তা সম্ভবত তার শেষ এ্যাপ হবে না। কারণ তাঁর নানারকম আইডিয়া আছে এবং তিনি নতুন এ্যাপ তৈরি করতে চান। সূত্র ॥ সিএনএন
×