ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাও সেতুংয়ের ছবির নিলাম

প্রকাশিত: ০৫:৪৫, ১৮ মার্চ ২০১৭

মাও সেতুংয়ের ছবির নিলাম

মার্কিন পপ আর্ট শিল্পী এ্যান্ডি ওয়ারহোলের আঁকা চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুংয়ের একটি প্রতিকৃতি নিলামে তুলেছে হংকং। ধারণা করা হচ্ছে- যে এটিকে স্মারক হিসেবে চীনারাই কিনে নিতে পারে। মেরিলিন মনরো এবং ক্যাম্পবেল স্যুপের ছবি ছাড়াও ওয়ারহোলের আঁকা এ বিখ্যাত প্রতিকৃতিটির মাধ্যমে চীনা এই কমিউনিস্ট নেতা বিশেষভাবে অমর হয়ে আছেন। মাও এর ছোট্ট লাল বইতে পাওয়া একটি ছবির ওপর ভিত্তি করে এই ছবি আঁকেন ওয়ারহোল। যেটিকে বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত প্রতিকৃতি হিসেবে ধরা হয়। নিলামকারীরা আশা করছেন মাও এর এ দুর্লভ প্রতিকৃতিটি প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বা ১২০ কোটি টাকার ওপরে বিক্রি হতে পারে। বিবিসি অবলম্বনে
×