ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৬ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ মার্চ ২০১৭

 ৬ ঘণ্টা পর ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল  শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শুক্রবার যাত্রীবাহী ট্রেনের বগির চাকা লাইনচ্যুত হয়। তবে অল্পের জন্য যাত্রীরা প্রাণে রক্ষা পান। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম ও উদ্ধারকর্মীরা জানান, জামালপুরের সরিষাবাড়ি থেকে যমুনা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে শুক্রবার সকালে গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে প্রবেশের মুখে সিগন্যালের কাছে পৌঁছলে হঠাৎ ট্রেনের পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়। চালক ট্রেনের গতি দ্রুত নিয়ন্ত্রণ করায় যাত্রীরা অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পান। বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরমে পুড়ে যাওয়ায় ‘হট এক্সেল’-এর কারণে এ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ৯টি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ে। তবে ৩ নম্বর লাইন দিয়ে রাজশাহীসহ উত্তর বঙ্গের ট্রেন চলাচল করে। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলীসহ উদ্ধারকর্মীরা রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। তারা দুপুর সোয়া একটার দিকে বগি উদ্ধার করে মেরামত কাজ সম্পন্ন করলে প্রায় ৬ ঘণ্টা পর ওই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় গাজীপুরের বিভিন্ন স্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার, ভাওয়াল এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, ডেমু কমিউটার এবং ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার, মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস ও অগ্নিবীণা এক্সপ্রেস আটকা পড়ে। বহুমাত্রিক আয়োজনে
×