ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরিদপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু, বাবা দগ্ধ

প্রকাশিত: ০৫:৩২, ১৮ মার্চ ২০১৭

ফরিদপুরে আগুনে  পুড়ে মা ও  মেয়ের মৃত্যু,  বাবা দগ্ধ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ মার্চ ॥ জেলার সালথায় আগুনে পুড়ে নিহত হয়েছে মা ফরিদা বেগম (২৮) ও মেয়ে রাবেয়া (৪)। এ ঘটনায় দগ্ধ হয়েছেন বাবা রিক্সা ভ্যানচালক সেন্টু মোল্লা (৩৫)। দগ্ধ সেন্টুকে গুরুতর অবস্থায় শুক্রবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে। এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, রাতে সেন্টু তার দোচালা টিনের ঘরের একটি খাটে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন। তখন এ ঘটনা ঘটে। সেন্টু দগ্ধ অবস্থায় বেরিয়ে আসতে পারলেও ফরিদা ও রাবেয়া ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায়। এলাকাবাসী জানায়, অগ্নিকা-ের পর এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে। ভেঙ্গে সরিয়ে ফেলা হয় আশপাশের ঘরগুলো। ওই সময় ধারণা করা যায়নি সেন্টু দগ্ধ হয়ে বের হয়েছে এবং তার স্ত্রী ও মেয়ে ঘরে আটকা পড়েছে। ভাঙ্গা দমকল বাহিনীর লিডার রেজাউল হক বলেন, ঘটনার সময় ফরিদপুর, বোয়ালমারী, মুকসুদপুর বা ভাঙ্গাসহ আশপাশের কোন দমকল বাহিনীকে কোন খবর দেয়া হয়নি। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, ওই বাড়িতে সাইড বিদ্যুতের লাইন থেকে বিদ্যুত নেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির যাবতীয় আসবাবপত্র এবং সেন্টুর রিক্সা ভ্যানটিও পুড়ে গেছে। সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে নিহতদের দাফন ও আহতের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেয়া হয়েছে।
×