ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনন্য ম্যাক্সওয়েল

প্রকাশিত: ০৪:১০, ১৮ মার্চ ২০১৭

অনন্য ম্যাক্সওয়েল

স্পোর্টস রিপোর্টার ॥ গ্লেন ম্যাক্সওয়েলের মানে, ‘ধরো পেড়েক মারো হাতুর’। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ টি২০ তে ধুন্ধুমার ব্যাটিং করে ২০১২ সালে অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরমেটে ডাক পাওয়া। দুই মৌসুমেই ব্যাপক তারকা খ্যাতি ২০১৪ সালে মর্যাদার টেস্টে সুযোগ করে দেয়। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ৬ ইনিংসে ৮০ রান করে সেই যে বাদ পড়েন, মাঝে সাদা পোশাকে দেশটির ক্রিকেটে অনেক উত্থান-পতন হয়েছে কিন্তু ম্যাক্সকে স্মরণ করা হয়নি। প্রায় আড়াই বছর পর এবার ভারত সফরে ডাক পেয়েছেন, সেটি এই কন্ডিশনে সেই আইপিএল অভিজ্ঞতার সূত্রে। প্রথম তিন টেস্টে একাদশে জায়গা হয়নি, রাঁচিতে চলমান তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি (১০৪) হাঁকিয়ে প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রাখলেন ম্যাক্সওয়েল। ইতিহাসের মাত্র ১২তম ব্যাটসম্যান হিসেবে তিন ফরমেটে সেঞ্চুরির দারুণ নজির স্থাপন করলেন ২৮ বছর বয়সী ভিক্টোরিয়ান, নাম লেখালেন ক্রিস গেইল, তিলকারতেœ দিলশানদের পাশে। অথচ এই টেস্টের একাদশে সুযোগ পাওয়া নিয়েও সন্দেহ ছিল। সতীর্থ ম্যাথু ওয়েড যেমন বলেছিলেন, টেস্টে দেখে শুনে খেলতে হয়, শুধু আক্রমণাত্মক ব্যাটিংই সবকিছু নয়। আড়াই বছরের টেস্ট ক্যারিয়ারে ৬ ইনিংসে যার ব্যক্তিগত সর্বোচ্চ ২৮ বল টিকে থাকা তাকে নিয়ে এমন মন্তব্য বাড়াবাড়ি নয়। তবে সুযোগের অপেক্ষায় ছিলেন ম্যাক্স। ১-১এ চলমান সিরিজে রাঁচির ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। লোয়ার-মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি মূলত অফস্পিনের কার্যকারিতার কথা বিবেচনা করেই শেষ পর্যন্ত সুযোগটা পেয়েছেন। সেটিকে কি দারুণভাবেই না কাজে লাগালেন। দলের চাপের মধ্যে প্রথম ৫৬ বলে কোন বাউন্ডারি নেই। হাফসেঞ্চুরি ৯৫ বলে, যেটিকে সেঞ্চুরিতে রূপ দিতে নিয়েছেন ১৮০তম বল পর্যন্ত। ১৮৫ বলে ১০৪ রানের ইনিংসে চার ৯ ও ছক্কা মাত্র দুটি। ম্যাক্সওয়েলের মতো একজনের কাছ থেকে এটা ভাবা যায়? পঞ্চম উইকেটে অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে গড়েছেন সর্বোচ্চ ১৯১ রানের জুটি। যার ওপর ভর করে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৪৫১ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় অস্ট্রেলিয়া। টেস্ট-ওয়ানডে ও টি২০তে এখন ম্যাক্সওয়েলের সেঞ্চুরি সমান ১টি করে। তিন সংস্করণে ট্রিপল ফিগার পাওয়া ১১ জনের তালিকায় আছেন তারই পূর্বসূরি অলরাউন্ডার শেন ওয়াটসন, বাংলাদেশের তামিম ইকবাল, শ্রীলঙ্কার তিলকারতেœ দিলশান, মাহেলা জয়াবর্ধনে। ভারতের সর্বোচ্চ তিন জন লোকেশ রাহুল, সুরেশ রায়না ও রোহিত শর্মা। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককুলাম। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসিস ও পাকিস্তানের আহমেদ শেহজাদ।
×