ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাতার গোলে শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ০৪:১০, ১৮ মার্চ ২০১৭

মাতার গোলে শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ শঙ্কা কাটিয়ে উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে রেড ডেভিলসরা ১-০ গোলে হারিয়েছে অতিথি রাশিয়ান ক্লাব রোস্টভকে। এর আগে দু’দলের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ম্যানইউর জয় ২-১ গোলে। ম্যানইউ ছাড়াও আরও সাত দল শেষ আটের টিকেট পেয়েছে। দলগুলো হলোÑ বেলজিয়ামের আন্ডারলেচট ও জেন্ট, হল্যান্ডের আয়াক্স, জার্মানির শালকে জিরো ফোর, ফ্রান্সের অলিম্পিক লিঁও, স্পেনের সেল্টা ভিগো ও তুরস্কের বেসিকটাস। গেল সপ্তাহে রোস্টভের মাঠে প্রথম লেগ খেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ মিনিটে লিড নিয়েও ম্যাচটি জিততে পারেনি তারা। ৫৩ মিনিটে গোল করে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছিল স্বাগতিকরা। এ কারণে দ্বিতীয় লেগের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল দু’দলের জন্যই। তবে প্রতিপক্ষের মাটিতে এক গোল দেয়ায় শেষ আটের দিকে এগিয়ে ছিল জোশে মরিনহোর দল। এক কারণে দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে কিছুটা সর্তকই ছিল স্বাগতিকরা। ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে নিজেদের ঘর সামলানোর পাশাপাশি সুযোগ পেলেই রোস্টভের সীমানায় আক্রমণ করে ম্যানইউ। পাল্টা আক্রমণে উঠে আসে অতিথিরাও। কিন্তু দু’দলের কোন আক্রমণই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। বিরতির পর কাক্সিক্ষত গোলের দেখা পায় ম্যানইউ। ম্যাচের ৭০ মিনিটে সুইডিশ স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচের যোগান দেয়া বল থেকে জয়সূচক গোলক রেন স্প্যানিশ মিডফিল্ডার জুয়ান মাতা। শেষ পর্যন্ত এই গোলেই কোয়ার্টার ফাইনালে উঠে যায় রেড ডেভিলসরা। ঘাম ঝরানো জয় পেলেও ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন ম্যানইউ কোচ জোশে মরিনহো। এর অন্যতম কারণ হতে পারে, দিন কয়েক আগে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া। তাই তো পরশু ম্যাচ শেষ হওয়ার পর দুই হাত উপরে ছুড়লেন স্পেশাল ওয়ান। সাংবাদিকদের দেখে এদিন নিজেই এগিয়ে গেলেন। তারপর মরিনহোর মুখ থেকে ঝরে আগুন ঝরা বুলি। পতুগীজ লৌহমানব বলেন, আমাদের অনেক শত্রু আছে। এই ম্যাচটা খেলা খুব কঠিন বিষয় ছিল। তবু আমি স্বস্তি পাচ্ছি।
×