ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘এখনই রোনাল্ডোর জ্বলে ওঠা প্রয়োজন’

প্রকাশিত: ০৪:১০, ১৮ মার্চ ২০১৭

‘এখনই রোনাল্ডোর জ্বলে ওঠা প্রয়োজন’

স্পোর্টস রিপোর্টার ॥ লম্বা সময় ধরেই স্বরূপে দেখা যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। যে কারণে রিয়াল মাদ্রিদকেও বেগ পেতে হচ্ছে। তবে রিয়ালের সাবেক তারকা রাউল গঞ্জালেস মনে করছেন, শীঘ্রই নিজের চেনা ছন্দে ফিরবেন পর্তুগীজ তারকা। আর এখনই তার জ্বলে ওঠা প্রয়োজন। এদিকে আজ রাতে স্প্যানিশ লা লিগায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। এ্যাওয়ে ম্যাচে গ্যালাক্টিকোদের আতিথ্য দেবে এ্যাথলেটিক বিলবাও। শীর্ষে থাকা রিয়াল ম্যাচটি জিতে আরেক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এক সাক্ষাতকারে রোনাল্ডো প্রসঙ্গে রাউল বলেন, বড় মাপের খেলোয়াড়েরা গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে। রোনাল্ডোও গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠবে এবং রিয়ালকে সঙ্কট থেকে উদ্ধার করবে। যেভাবে পারফর্মেন্স করার কথা সেভাবে চলমান মৌসুমে দেখা যাচ্ছে না বর্তমান ফিফা সেরা তারকাকে। এখন পর্যন্ত স্প্যানিশ লা লিগায় ২১ ম্যাচে মাত্র ১৯ গোল করেছেন তিনি। সবমিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২৬ গোল রোনাল্ডোর। তাই রোনাল্ডোর ফর্ম নিয়ে চিন্তিত রিয়াল। কিন্তু এই চিত্রকে বড় করে দেখছেন না ১৬ বছর রিয়ালের হয়ে মাঠ মাতানো রাউল। তার মতে প্রয়োজনের সময়ে স্বরূপে ফিরবেন রোনাল্ডো। তিনি বলেন, রোনাল্ডোর ফর্ম নিয়ে চিন্তা না করাটা ভাল। প্রয়োজনের সময়ই জ্বলে উঠবে সে এবং রিয়ালকে সাফল্যও এনে দেবে। তবে এখনই রোনাল্ডোর জ্বলে ওঠা প্রয়োজন বলে মনে করেন রাউল। কারণ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগে গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল। তাই রোনাল্ডোর জ্বলে ওঠার অপেক্ষায় রাউল বলেন, আমরা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখনই রোনাল্ডোর জ্বলে ওঠা প্রয়োজন এবং নিজের সেরাটা প্রদর্শন করা দরকার। বর্তমানে তার ক্ষীপ্রতা ও গতি কিছুটা কম। কিন্তু এটিই স্বাভাবিক। তবে একটি ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্স আবারও স্বরূপ ফিরিয়ে দেবে রোনাল্ডোকে। এক ম্যাচ কম খেলেও লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল। বর্তমানে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গ্যালাক্টিকোরা। এবার শীর্ষে থাকার অবস্থাটা আরও সুসংহত করার লক্ষ্যে মাঠে নামছে জিনেদিন জিদানের দল। লীগে নিজেদের ২৪ নম্বর ম্যাচে লাস পালমাসের সঙ্গে ৩-৩ গোলে ড্র’র পর টানা দুই ম্যাচ জিতেছে রিয়াল। এতে আবারও চাঙ্গা হয়ে উঠেছে তারা। রিয়ালের চাঙ্গা ভাবটা দ্বিগুণ হয়েছে আগের ম্যাচে বার্সা হারায়। ডিপোর্টিভো লা করুনার কাছে মেসিরা হেরে যায় ২-১ গোলে। বার্সার ওই হারেই আবারও হারানো জায়গা ফেরত পেয়েছে রিয়াল। এবার শীর্ষস্থানটি আরও সুসংহত করার পালা। এ লক্ষ্য নিয়ে এ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে নামবে রিয়াল। এমনই জানিয়েছেন দলটির জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। তিনি বলেন, আমাদের লক্ষ্য শীর্ষস্থান ধরে রাখা। সেটি ধরে রেখেছি এখনও। এবার শীর্ষস্থানটি আরও সুসংহত করার সুযোগ এসেছে আমাদের সামনে। এই সুযোগটি ভালভাবে কাজে লাগাতে চাই এবং ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতে চাই। তিন পয়েন্টের জন্য এ ম্যাচেও আমাদের জিততে হবে। এটা দলের সবাই জানে। আশা করি জয় নিয়েই মাঠ ছাড়ব আমরা। বিলবাও বর্তমানে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। ২৭ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট সংগ্রহে তাদের। তবে স্বাগতিক হওয়ার সুবিধাটা কাজে লাগাতে চায় বিলবাও। এমনই জানিয়েছেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার রাউল গার্সিয়া। তিনি বলেন, প্রথম পর্বে রিয়ালের সঙ্গে আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। শেষ মুহূর্তের গোলে ম্যাচ জিতে নেয় রিয়াল। এবার আমাদের মাঠে খেলা। তাই আমরা আরও ভাল ফুটবল খেলার চেষ্টা করব এবং জয় নিয়ে মাঠ ছাড়ব আশা করি।
×