ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তবু লিড দক্ষিণ আফ্রিকার!

প্রকাশিত: ০৪:০৯, ১৮ মার্চ ২০১৭

তবু লিড দক্ষিণ আফ্রিকার!

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের ২৬৮ রানের জবাব দিতে নেমে এক পর্যায়ে ৯৪ রানে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপরও ৮১ রানে এগিয়ে সফরকারী প্রোটিয়ারা। দ্বিতীয় দিন ৯ উইকেটে সেই দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৪৯। এত অল্পতে টপঅর্ডারের ছয় ব্যাটসম্যানকে হারিয়ে তিন শতাধিক রানের স্কোর গড়ার রেকর্ডে দক্ষিণ আফ্রিকার এই ইনিংস পঞ্চম স্থানে। ভারনন ফিল্যান্ডার ৩৬ ও মরনে মরকেল ৩১ রান নিয়ে ব্যাট করছেন। কেন সেঞ্চুরি নেই। মূলত সপ্তম উইকেট জুটিতে টেম্বা বাভুমা (৮৯) ও কুইন্টন ডি’ককের (৯১) দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরিই ফাফ ডুপ্লেসিসদের স্বস্তি এনে দিয়েছে। সেয়ানে-সেয়ানে লড়াই হওয়া প্রথম টেস্ট শেষ দিনের বৃষ্টিতে ড্র হয়। তিন ম্যাচের সিরিজে এই টেস্ট তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের স্বপ্নের সকালটা বিকেলেই হওয়ায় মিলিয়ে যায়। এক জুটিতেই চিত্র বদল। কিউই পেসারদের দুর্দান্ত আক্রমণের মুখে একে একে সাজঘরে তিন বড় তারকা হাশিম আমলা (২১), জেপি ডুমিনি (১৬) আর অধিনায়ক ফাফ ডুপ্লেসিস (২২)। ২ উইকেটে ২৪ রান নিয়ে শুরু করা প্রোটিয়াদের ৯৪ রান তুলতে নেই ৬ উইকেট। তখনই সপ্তম উইকেট বাভুমা-ডি ককের ১৬০ রানের জুটি। তবে এই দু-জন ফেরার পরও কিউইদের ভুগিয়েছেন ভারনন ফিল্যান্ডার আর মরনে মরকেল। শেষ এক ঘণ্টায় শেষ জুটিতে অবিচ্ছিন্ন ৪৭ রান যোগ করেছেন দুজনে। মরকেল অপরাজিত ৩১ রানে, ফিল্যান্ডার ৩৬। টিম সাউদি ২, নিল ওয়াগনার ও ডি গ্র্যান্ডহোম নিয়েছেন ৩টি করে উইকেট।
×