ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেমিতে ওয়ারিঙ্কা

প্রকাশিত: ০৪:০৯, ১৮ মার্চ ২০১৭

সেমিতে ওয়ারিঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন স্ট্যানিসøাস ওয়ারিঙ্কা। বৃহস্পতিবার শেষ আটের লড়াইয়ে তিনি অস্ট্রেলিয়ার ডোমিনিক থিয়েমকে পরাজিত করে প্রথমবারের মতো টুর্নামেন্টের শেষ চারের টিকেট নিশ্চিত করেন। কঠিন লড়াই শেষে ওয়ারিঙ্কা এদিন ৬-৪, ৪-৬ এবং ৭-৬ (৭/২) সেটে পরাজিত করেন ডোমিনিক থিয়েমকে। গত তিন বছরে তিন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন স্ট্যানিসøাস ওয়ারিঙ্কা। সর্বশেষ গত বছর ইউএস ওপেনে। মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট জয়ের পর মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথম কোন ইভেন্ট খেলতে নামলেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। ডোমিনিক থিয়েমকে হারিয়ে এদিন ৪৫০তম এটিপি ম্যাচ জয়ের স্বাদ পেলেন তিনি। সেই সঙ্গে তার সামনে এখন দ্বিতীয় এলিট মাস্টার্স জয়ের দারুণ সুযোগ। তবে ডোমিনিক থিয়েমের বিপক্ষে জিতে সন্তুষ্ট ওয়ারিঙ্কা। এ বিষয়ে ম্যাচের শেষে তিনি বলেন, ‘যেভাবে আমি খেলেছি এবং শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছি তাতে খুবই আনন্দিত। কারণ সে খুবই শক্তিশালী খেলোয়াড়। যার বিপক্ষে খেলাটা খুবই কঠিন। তবে স্বাভাবিকভাবে আমার কাছে মনে হলো দু’জনই অনেক উঁচুমানের টেনিস খেলেছি এবং ম্যাচের পার্থক্য ছিল শুধুমাত্র এক কিংবা দুই পয়েন্টের।’ সেমিফাইনালে সুইস টেনিস তারকা ওয়ারিঙ্কার সামনে এখন বড় বাধা পাবলো কারেনো বুস্তা। স্পেনের এই টেনিস তারকা দিনের অন্য কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের পর পরাজয়ের স্বাদ উপহার দেন উরুগুয়ের পাবলো কুয়েভাসকে। টুর্নামেন্টের ২১তম বাছাই কারেনো বুস্তা এদিন ৬-১, ৩-৬ এবং ৭-৬ (৭/৪) সেটে পরাজিত করেন ২৭তম বাছাই পাবলো কুয়েভাসকে। সেইসঙ্গে ক্যারিয়ারের প্রথম মাস্টার্স ১০০০ লেভেলের কোন টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট কাটলেন।
×