ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কমনওয়েলথ দাবার স্বাগতিক হতে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:০৯, ১৮ মার্চ ২০১৭

কমনওয়েলথ দাবার স্বাগতিক হতে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ কমনওয়েলথ চেস এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, এশিয়ান চেস ফেডারেশনের সহ-সভাপতি, বিশ্ব দাবা সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর এবং অল ইন্ডিয়ান চেস ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারত সিং চৌহান এখন ঢাকায়। চারদিনের সফরে আসা ভারত সিং প্রথম দিনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং দাবা উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে তার এ আগমন বিশেষ গুরুত্ব বহন করবে। হয় তো তিনি ঢাকা সফরে ঘোষণা দিতে পারেন পরবর্তী কমনওয়েথ চেস চ্যাম্পিয়নশিপের স্বাগতিক বাংলাদেশ হবে। শুধু তাই নয়, এশিয়ান জোনাল ৩.২ জোনের সভাপতি পদও পেতে পারে। এছাড়া গ্র্যান্ডমাস্টার আয়োজনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আসছে এ সফরকালেই। দীর্ঘদিন পর শীর্ষ পর্যায়ের কোন দাবা কর্মকর্তার এটাই প্রথম বাংলাদেশ সফর।
×