ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলক্ষেতে নামমাত্র মূল্যে মেলে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট

প্রকাশিত: ০৪:০৩, ১৮ মার্চ ২০১৭

নীলক্ষেতে নামমাত্র মূল্যে মেলে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট

রাজধানীর নীলক্ষেতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়সহ সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠানের ভুয়া সনদ। বাদ যাচ্ছে না জাতীয় পরিচয়পত্র ও চাকরির নিয়োগপত্রও। নকল এসব শিক্ষাগত সনদে মিলছে বিভিন্ন প্রতিষ্ঠানের আকর্ষণীয় চাকরি এমনটাই বলছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ডিএমপি বলছে, তারা নিয়মিতই বিষয়টি মনিটরিং করছেন। বিশেষজ্ঞদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমস্যা সমাধানে বাড়াতে হবে নজরদারি। কম্পিউটার, লেমেনেটিং মেশিন, ল্যাপটপ, প্রিন্টার, ট্যাব, সাপ্লাই মেশিন, স্ক্যানারের অবিরাম শব্দ সঙ্গে নতুন পৃষ্ঠার ঘ্রাণ। বইয়ের পাতার সাদা কালো অক্ষর নীল মোড়কে রঙিন হওয়া আর কম্পিউটারের মনিটরের সঙ্গে মাউস ক্লিকের লুকোচুরির হাজারো গল্পের সাক্ষী এ নীলক্ষেত। যে জাতীয় পরিচয়পত্র স্বীকৃতি দেয় নাগরিকত্বের, যে প্রাতিষ্ঠানিক সনদ নিশ্চিত করে শিক্ষা ও জ্ঞানের মান, যে চাকরির সনদ দেয় মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, রাজধানীর নীলক্ষেতে টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এসব সনদ। সময় সংবাদের গোপন ক্যামেরায় ধরা পড়ে এসব। বাজারমূল্যে দরকষাকষি করে কেনা নকল এ বিশ্ববিদ্যালয়ের সনদে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভাঙ্গার গল্প। শিক্ষার্থীরা বলেন, ‘এটা আমাদের জন্য সত্যিকার অর্থে দুঃখের বিষয়। এ ধরনের জালিয়াতি বন্ধ করা উচিত।’ ডিএমপি বলছে, নিয়মিতই যতেœর সঙ্গে এ বিষয় তদারকি করেন তারা। -স্টাফ রিপোর্টার
×