ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাখি অবমুক্ত করে না’গঞ্জ আইনজীবী সমিতির বঙ্গবন্ধুর জন্মদিন পালন

প্রকাশিত: ০৩:৫৫, ১৮ মার্চ ২০১৭

পাখি অবমুক্ত করে  না’গঞ্জ আইনজীবী  সমিতির বঙ্গবন্ধুর  জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি। শুক্রবার সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী নিয়ে বিভিন্ন প্রজাতির শতাধিক পাখি অবমুক্ত করেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপুর নেতৃত্বে পাখি অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীমকোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু। অবমুক্ত করা পাখির মধ্যে ছিল ঘুঘু, মুনিয়া, ফিঞ্চ, বাজিগর এবং বিভিন্ন প্রজাতির লাভবার্ড। পরে জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কাটার পূর্বে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, বঙ্গবন্ধুর কারণেই আমরা বন্দিদশা থেকে মুক্ত হয়েছি। হয়েছি পরাধীন থেকে স্বাধীন। তাই জাতির জনকের জন্মদিনে আমরা বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত করে মুক্তির স্বাদ দিলাম। যেমনটি বঙ্গবন্ধু আমাদের দিয়েছিলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু, সহসভাপতি আলাউদ্দিন, সহসভাপতি দেলোয়ারা বেগম রীনা, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মর্তুজা, এমদাদ হোসেন সোহেলসহ আইনজীবীরা।
×