ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩:৫৫, ১৮ মার্চ ২০১৭

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ মার্চ ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থানে কেককাটা, পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় মুড়াপাড়া বিশ^বিদল্যায় কলেজে আলোচনা শেষে কেককাটা ও র‌্যালিতে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, শাহরিয়ার পান্না সোহেল (ভিপি) প্রমুখ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ মার্চ ॥ বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে শুক্রবার থেকে দুইদিনব্যাপী বিনামূল্যে চক্ষুু ক্যাম্প শুরু হয়েছে। চক্ষুু ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশের সাবেক আইজি রোটারিয়ান এম আজিজুল হক। হৃদরোগ বিশেষজ্ঞ ও সমাজসেবক ডাঃ মোস্তাফিজুর রহমান শামীমের পরিচালনায় চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর এম এ সামাদ, শাহজাহান মোল্লা, শিরিন আজিজ, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ফারুকুজ্জামান, ডাঃ রাহাত আনোয়ার চৌধুরী প্রমুখ। দুইদিনব্যাপী ক্যাম্পে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন করবেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফারুকুজ্জামান ও ডাঃ রাহাত আনোয়ার চৌধুরী।
×