ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে নদী নালা উদ্ধারে মতবিনিময়

প্রকাশিত: ০৩:৫৫, ১৮ মার্চ ২০১৭

মুন্সীগঞ্জে নদী নালা উদ্ধারে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শুক্রবার বিকেলে সিটিজেন জার্নালিজম নিয়ে ভিডিও কনফারেন্স হয়েছে। এতে দেশের ৭টি জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করে। কিভাবে সিটিজেন জার্নালিজমের মাধ্যমে খাল-নদী-নালা উদ্ধারসহ জনহিতকর কাজ বাস্তবায়ন করা যায় তা নিয়ে মতবিনিময় হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ভিডিও কনফারেন্সের সংলাপটির সঞ্চালনা করেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষ থেকে এই কনফারেন্সে যোগ দিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং জেলার বিস্তারিত বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এর পরই সঞ্চালকের সঙ্গে মুন্সীগঞ্জের পরিস্থিতি নিয়ে সরাসরি কথা বলেন সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। এরপরই যোগ দেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরুসহ মুন্সীগঞ্জ পৌর সভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। দুপুর থেকে এই ভিডিও কনফারেন্স চলে বিকেল ৫টা পর্যন্ত। মুন্সীগঞ্জ ছাড়াও টাঙ্গাইল, পাবনা, বরগুনা, বরিশাল, মৌলভীবাজার ও রংপুরের সঙ্গে এই ভিডিও কনফারেন্স হয়। এতে টাঙ্গাইলের লৌহজং নদী উদ্ধারে সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা পর্যালোচনা করা হয়।
×