ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা

রাজশাহী বার নির্বাচন

প্রকাশিত: ০৩:৫৫, ১৮ মার্চ ২০১৭

রাজশাহী বার নির্বাচন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেলের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করেছেন। নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে তারা সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে জয়লাভ করেছেন। আর বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন মাত্র পাঁচজন। তবে সভাপতি পদে দুই প্যানেলের প্রার্থীই সমান সংখ্যক ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ বি এম মশিউজ্জামান। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন, সাধারণ সম্পাদক একরামুল হক, সহ-সভাপতি সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজী শওকত সালেহীন এলেন, হিসাব সম্পাদক আখতারুল আলম বাবু, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আলী, অডিট সম্পাদক হেলাল আহমেদ, প্রেস এ্যান্ড ইনফরমেশন সম্পাদক জালাল উদ্দীন এবং সদস্য মুনসুর রহমান, আসির উদ্দীন, শফিকুল ইসলাম রেন্টু, মিজানুর রহমান বাদশা, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ ও সাদিকুল ইসলাম। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেনÑ সহ-সভাপতি জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নূর-এ-কামরুজ্জামান ইরান, ম্যাগাজিন এ্যান্ড কালচার সম্পাদক মনোয়ারা বেগম এবং সদস্য আমজাদ হোসেন ও মোজাম্মেল হক। লালমনিরহাট নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট থেকে জানান, জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত পুরো প্যানেল জয়ী হয়েছে। এতে সংরক্ষিত মহিলা সাংসদ এ্যাডভোকেট সফুরা বেগম রুমি সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আকমল হোসেন আহম্মেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী সমিতির হলরুমে ভোট শেষে নির্বাচন কমিশন এ্যাডভোকেট নুরুল ইসলাম ১৫ সদস্যের প্যানেলের ফল ঘোষণা করেন।
×